Sachin Tendulkar Throwback: ছত্রিশে কেরিয়ারের গোধূলিতেও সচিনের ব্যাটে এসেছিল বিশ্ব ক্রিকেটে প্রথম ওয়ান ডে দ্বিশতরান
Sachin Tendulkar Throwback: ২০১১ বিশ্বকাপ ফাইনালের ধোনির (dhoni) শেষ ছক্কার পর যেমনটা করেছিলেন। সেদিনও শাস্ত্রীর (ravi shastri) কমেন্ট্রি বক্স থেকে এই ধারাভাষ্য এখনও ক্রিকেটপ্রেমীদের কানে গুন গুন করে।
মুম্বই: "দ্য ফার্স্ট ম্যান অন দ্য প্ল্যানেট ট্যু রিচ ২০০। অ্যান্ড ইটস সুপারম্যান ফ্রম ইন্ডিয়া। সচিন টেন্ডুলকর ২০০ ফ্রম ১৪৭। টেক আ বো মাস্টার..."
কোচ হিসেবে যতই তাঁকে নিয়ে বিতর্ক হোক না কেন, কমেন্ট্রিতে তাঁর জুড়ি মেলা ভার। ২০১১ বিশ্বকাপ ফাইনালের ধোনির (dhoni) শেষ ছক্কার পর যেমনটা করেছিলেন। ঠিক তেমনই সেদিনও শাস্ত্রীর (ravi shastri) কমেন্ট্রি বক্স থেকে এই ধারাভাষ্য এখনও ক্রিকেট প্রেমীদের কানে গুন গুন করে। আর নেপথ্য যদি হয় সচিন তেন্ডুলকরের মত ক্রিকেট ব্যক্তিত্ব, তবে তো পুরো বিষয়টাই যেন আইসিং অন দ্য কেক..
তিনি মাস্টার ব্লাস্টার। বিশ্ব ক্রিকেটের রানের পাহাড় গড়েছেন নিজের ২৪ বছরের কেরিয়ারে। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভূ সচিন রমেশ তেন্ডুলকর। দুশো টেস্ট, কেরিয়ারে সেঞ্চুরির সেঞ্চুরি কী নেই তাঁর ঝুলিতে। আজ যেই ইনিংসটি নিয়ে ওস্তাদের মার প্রতিবেদন, সেই ইনিংসটিও সচিনের ক্লাসিক ইনিংসগুলোর মধ্যে অন্যতম একটি। ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোয়ালিয়রে এই নিজের ওয়ান ডে কেরিয়ারে প্রথম দ্বিশতরান করেছিলেন সচিন। শুধু নিজের বলাটাও ভুল হবে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতরানও ছিল সেটি।
দক্ষিণ আফ্রিকা দল সেবার ভারত সফরে এসেছিল। ডেল স্টেন, ওয়েন পার্নেল, চার্লস ল্যাংভেল্টের মতো তারকাখচিত বোলিং লাইন আপ। কিন্তু কাউকেই সেদিন রেয়াত করেননি কিংবদন্তী এই ডানহাতি ব্যাটার। ৩৬ বছর বয়সে আরও একটি মাইলস্টোন। ৫০ ওভারের ফর্ম্যাটে প্রথম দ্বিশতরানের মালিক হয়েছিলেন সচিন। ১৪৭ বলে ২০০ রানের ইনিংস। ২৫টি বাউন্ডারির সঙ্গে সঙ্গে গোয়ালিয়রের গ্যালারিতে সেদিন আছড়ে পড়েছিল তিনটি ছক্কাও। ভেঙে দিয়েছিলেন জিম্বাবোয়ের চার্লস কভেন্ট্রি ও পাকিস্তানের সৈয়দ আনোয়ারের করা ১৯৪ রানের রেকর্ড। যা ততদিন পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে ব্যক্তিগত সর্বাধিক রান।
সেদিন গোয়ালিয়রে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে খেলতে নেমে প্রথমে ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে ৪০১ রান বোর্ডে তুলে নেয় ভারতীয় দল। সচিন ২০০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে তৎকালীন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ৬৮ রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ৪২.৫ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। শতরান করেও সেদিন দলকে জয়ের মুখ দেখাতে পারেননি এবি ডেভিলিয়ার্স।
এই ইনিংসের পর এখনো পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে ৭টি দ্বিশতরানের ইনিংস রয়েছে। বীরেন্দ্র সহবাগ (১), রোহিত শর্মা (৩), ক্রিস গেল (১), মার্টিন গাপ্টিল (১) ও ফাখর জামান (১)। শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিতের করা ২৬৪ রান এখনো পর্যন্ত এই ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ। যদিও রবি শাস্ত্রীর কথা মতোই যদি বলতে হয় যে, তালিকাটা যত দীর্ঘই হোক না কেন, প্রথম স্থানটা কিন্তু ধরে রাখবেন সচিনই।