(Source: ECI/ABP News/ABP Majha)
SAFF Championship: বেঙ্গালুরুর বিমান ধরতে পারলেন না অধিকাংশ ফুটবলার, সাফ চ্যাম্পিয়নশিপের আগে বিপাকে পাকিস্তান
Pakistan Football Team: টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগে পাক শিবির। কেন?
বেঙ্গালুরু: বহু টালবাহানার পর সাফ (SAAF Championship) চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট খেলতে ভারতে পৌঁছে গিয়েছে পাকিস্তান দল (Pakistan Football Team)। তবে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগে উদ্বেগে পাক শিবির। কেন?
পাকিস্তানের ফুটবলাররা ভারতে পৌঁছে গেলেও দলের বেশিরভাগ ফুটবলার বেঙ্গালুরুর বিমান ধরতে পারেননি। তাঁদের জন্য বিকল্প যে বিমানের ব্যবস্থা করা হয়েছে, তাতে করে বুধবার দুপুরের আগে বেঙ্গালুর পৌঁছতে পারবেন না কেউই। বুধবারই ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০। পরিবর্তিত পরিস্থিতিতে যা দাঁড়িয়েছে, তাতে সেই ম্যাচের ঘণ্টা ছয়েক আগে বেঙ্গালুরু পৌঁছবেন পাকিস্তানের ফুটবল দলের একটা বড় অংশ।
সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে ম্যাচটি যাতে স্থগিত করে নতুন সূচি তৈরি করা হয়, সেই ব্যাপারে দক্ষিণ এশীয় ফুটবল সংস্থা (SAAF)-র দ্বারস্থ হয়েছিল পাকিস্তান ফুটবল ফেডারেশন। একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। যদিও সেই দাবি সাফ মেনে নেয়নি বলেই খবর। নির্ধারিত সময়েই ম্যাচটি হবে।
মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মরিশাসে পৌঁছেছিল পাকিস্তান ফুটবল দল। বুধবার রাত ১টা নাগাদ ভারতে পৌঁছন পাকিস্তানের ফুটবলাররা। তাঁরা পৌঁছন মুম্বই বিমানবন্দরে। তবে সেখান থেকে এক বিমানে ৩২ জনের বেঙ্গালুরুর টিকিট পাওয়া যায়নি। দুটি বিমানে ভাগাভাগি করে মুম্বই থেকে বেঙ্গালুরু যাওয়ার ব্যবস্থা করা হয় পাকিস্তানের ফুটবলারদের। কিন্তু বিমানবন্দরের কাজ মেটাতে দেরি হওয়ায় ১৪ জন ফুটবলার তাঁদের নির্ধারিত বিমান ধরতে পারেননি।
পাকিস্তানের টিম ম্যানেজার হাসনাইন হাইদার বলেছেন, 'আমরা রাত দেড়টায় মুম্বইয়ে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু পাসপোর্ট অফিসে কোনও আধাকারিক ছিলেন না। ৩০ মিনিট পরে তাঁরা আসেন এবং ফর্ম ফিল আপ করতে বলেন। তার মধ্যে ভিসার ফর্মও ছিল। মুম্বইয়ে আসার আগেই আমরা সেই সব ফর্ম ফিল আপ করে জমা করে দিয়েছিলাম।'
তিনি আরও বলেছেন, 'এই কাজ মেটাতে অনেকটা সময় চলে যায়। ভোর ৩.৫৫-র সময় প্রথম ব্যাচ - যাদের মধ্যে ৬ জন ফুটবলার ও ৬ জন কোচিং স্টাফ - কোনও মতে তাদের বিমান ধরে। কিন্তু পরের ব্যাচ - যাদের মধ্যে ১৪ জন ফুটবলার ও ৬ জন কর্তা রয়েছে, তারা বিমান ধরতে পারেনি কারণ তাদের ফর্মের অনুমোদন আটকে ছিল।'
যে কারণে বিকল্প বিমানের ব্যবস্থা করতে হয় পাক টিম ম্যানেজমেন্টকে। বেশিরভাগ গুরুত্বপূর্ণ ফুটবলারই আটকে পড়েছিলেন মুম্বইয়ে। বুধবার সকাল ৯টা ১৫-র বেঙ্গালুরুগামী বিমানে ২০টি টিকিট পাওয়া যায়। দুপুর ১টার আগে কোনওভাবেই টিম হোটেলে চেক ইন করতে পারবেন না ফুটবলাররা।