Mirabai Chanu Wins Gold: সোনা কোচ ও পরিবারকে উৎসর্গ, বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখছেন চানু
CWG 2022: পরবর্তী লক্ষ্য সাজিয়ে ফেলেছেন সাইখম মীরাবাঈ চানু (Mirabai Chanu)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়কে পাখির চোখ হিসাবে দেখছেন ভারতীয় অ্যাথলিট।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (CWG 2022) তিনি রেকর্ড গড়েছেন। ভারোত্তোলনে সোনা জিতেছেন। চলতি কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম সোনা। আর সেই সাফল্যের পরই পরবর্তী লক্ষ্য সাজিয়ে ফেলেছেন সাইখম মীরাবাঈ চানু (Mirabai Chanu)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়কে পাখির চোখ হিসাবে দেখছেন ভারতীয় অ্যাথলিট।
শনিবার পদকজয়ের পর চানু বলেছেন, 'আমি খুব খুশি। রেকর্ড গড়তে পেরেছি। অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। দেশকে প্রথম সোনা দিতে পারার চেয়ে বেশি খুশি আর কিছুতে হয় না।' চানু যোগ করেছেন, 'আমি ভেবে এসেছিলাম নিজের সঙ্গে লড়াই করব। সেটাই করেছি। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিলাম। না পারলেও আত্মবিশ্বাস বেড়েছিল।'
২০১৮ সালে গোল্ড কোস্ট, গত বছর টোকিও অলিম্পিক্সে পদক জেতার পর কমনওয়েলথ গেমসেও পদক। তাও আবার সোনা। সাফল্য কাকে উৎসর্গ করবেন? চানু বলছেন, 'কোচ ও পরিবারকে সোনা উৎসর্গ করলাম।' যোগ করেছেন, 'সকলকে বলব, সোনা না হোক, যে কোনও পদক জেতো।' পরবর্তী লক্ষ্য? চানুর কথায়, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরও প্রত্যয়ী হয়ে নামব। ক্লিন অ্যান্ড জার্কে বিশ্বরেকর্ড করার চেষ্টা করব।'
বার্মিংহামে কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games 2022) সকলের নজর ছিল তাঁর দিকেই। সেই সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu) কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়লেন। জিতলেন সোনা। চানুর হাত ধরেই চলতি কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পেল ভারত।
মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচে ৮৮ কেজি ওজন তুললেন। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। জাতীয় রেকর্ড। সেই সঙ্গে কমনওয়েলথ গেমসেও নতুন রেকর্ড।
স্ন্যাচের পর ক্লিন অ্যান্ড জার্কেও চলল চানু-রাজ। প্রথম প্রচেষ্টায় ১০৯ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে তাঁর তোলা ওজন দাঁড়ায় ১৯৭ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় আরও ৪ কেজি বেশি, অর্থাৎ ১১৩ কেজি ওজন তোলেন চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে চানুর তোলা মোট ওজন দাঁড়ায় ২০১ কেজি। যা কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড। ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন চানু। যদিও সেই প্রচেষ্টায় তিনি সফল হননি।
মহিলাদের ৪৯ কেজি বিভাগে চানু শুরুই করেছিলেন ৮৪ কেজি ওজন তুলে। প্রথম প্রচেষ্টায় যে ওজন তুলে তাক লাগিয়ে দেন চানু। সেই সঙ্গে যেন বুঝিয়ে দেন যে, অল্পতে তিনি সন্তুষ্ট থাকতে চান না। দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮ কেজি ওজন তোলেন চানু। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। ভারতের প্রথম মহিলা ভারোত্তোলক হিসাবে ৪৯ কেজি বিভাগ থেকে ৮৮ কেজি ওজন তুললেন কেউ। কমনওয়েলথ গেমসেও এটা রেকর্ড পারফরম্যান্স।
আরও পড়ুন: বিয়ের পর স্ত্রীকে ছেড়ে কাটিয়েছেন এক বছর, 'বেটার হাফ'কেই পদক উৎসর্গ পূজারির