Saina Nehwal: অবসর নিতে চলেছেন? কেন এমন ইঙ্গিত দিলেন সাইনা নেহওয়াল?
Badminton Player Saina Nehwal Retirement Hint: আর্থ্রাইটিসে কাবু হয়ে পড়েছেন হায়দরাবাদের তারকা। তাঁর কেরিয়ার নিয়েই তৈরি হয়ে গিয়েছে প্রশ্নচিহ্ন।
হায়দরাবাদ: একটা সময় ব্যাডমিন্টন কোর্টে তাঁর ফিটনেস অনেকের ঈর্ষার কারণ ছিল। ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষদের নাস্তানাবুদ করে ছাড়তেন। অথচ আর্থ্রাইটিসে কাবু ভারতের সেই ব্যাডমিন্টন তারকা। কেরিয়ারের ওপরই তৈরি হয়ে গিয়েছে প্রশ্নচিহ্ন। অবসরের চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন?
সাইনা নেহওয়াল (Saina Nehwal)। অলিম্পিক্সে (Olympic Games) পদক জয়ী ভারতের প্রথম মহিলা শাটলার। আর্থ্রাইটিসে কাবু হয়ে পড়েছেন হায়দরাবাদের তারকা। তাঁর কেরিয়ার নিয়েই তৈরি হয়ে গিয়েছে প্রশ্নচিহ্ন। সাইনা জানিয়েছেন, হাঁটুর সমস্যা ভোগাচ্ছে তাঁকে। হাঁটুর ব্যথার জন্য প্র্যাক্টিস করতে পারছেন না। চোটের জন্য এই বছরের শেষে অবসর নেওয়ার কথাও ভাবছেন সাইনা।
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন সাইনা। তাঁর আগে ভারতের কোনও মহিলা ব্যাডমিন্টনে অলিম্পিক্স পদক জেতেননি। যদিও চোটে জর্জরিত হায়দারাবাদি কন্যা।
প্যারিস অলিম্পিক্সে ভারতের শেফ দ্য মিশন গগন নারাঙ্গের পডকাস্টে সাইনা বলেছেন, 'হাঁটুর অবস্থা একেবারেই ভাল নয়। আমার আর্থ্রাইটিস রয়েছে। কার্টিলেজের অবস্থাও বেশ খারাপ। ৮-৯ ঘণ্টা প্র্যাক্টিস করা ভীষণ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এভাবে বিশ্বের সেরা খেলোয়াড়দের চ্যালেঞ্জ জানাব কী ভাবে? আমার মনে হয় এটা মেনে নিতেই হবে। বিশ্বের সেরা প্লেয়ারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ২ ঘণ্টার প্র্যাক্টিসে হবে না। তাতে আশাপ্রদ ফলও হবে না।'
View this post on Instagram
গত বছর সিঙ্গাপুর ওপেনের পর থেকে সাইনা আর কোনও প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট খেলেননি। আর্থ্রাইটিসের সঙ্গে লড়াই করতে হচ্ছে। যে কারণে অবসরের চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন সাইনা। এখনই হয়তো ঘোষণা করছেন না, তবে আকারে ইঙ্গিতে তা বোঝাতে শুরু করে দিয়েছেন। ৩৪ বছরের তারকাকে আন্তর্জাতিক মঞ্চে আর ভারতের প্রতিনিধিত্ব করতে নাও দেখা যেতে পারে বলে খবর।