Kirti Azad: প্রয়াত বিশ্বকাপজয়ী ক্রিকেটারের স্ত্রী, মন খারাপের খবর দিলেন মুখ্য়মন্ত্রী মমতা
Mamata Banerjee On Kirti Azad: ক্রিকেট থেকে অবসরের পর কীর্তি এখন পুরো সময়ের রাজনীতিবিদ। গত লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন।
কলকাতা: অসুস্থ ছিলেন বেশ কয়েক বছর ধরে। স্নায়ুর জটিল রোগে ভুগছিলেন। অবশেষে জীবনযুদ্ধে হার মানলেন।
প্রয়াত হলেন কপিল দেবের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, কীর্তি আজাদের (Kirti Azad) স্ত্রী পুণম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
ক্রিকেট থেকে অবসরের পর কীর্তি এখন পুরো সময়ের রাজনীতিবিদ। গত লোকসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন। বিজেপির হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়েছিলেন তিনি।
মমতা সোমবার দুপুরে এক্স হ্যান্ডলে পোস্ট করে কীর্তি আজাদের স্ত্রীর প্রয়াণের খবর দেন। লেখেন, 'আমাদের সাংসদ তথা বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার কীর্তি আজাদের স্ত্রী পুণম ঝা আজাদের মৃত্যুর খবর শুনে ভীষণ দুঃখ পেলাম। দীর্ঘদিন ধরে পুণমকে চিনি। এটাও জানি যে, গত কয়েক বছর ধরে উনি খুবই অসুস্থ ছিলেন। কীর্তি ও তাঁর পরিবার সবরকম চেষ্টা করেছিলেন, পুণমের শেষ লড়াইয়ে পাশে ছিলেন। কীর্তি ও তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। প্রার্থনা করি যেন পুণমের আত্মা শান্তি পায়।'
Saddened to know that Poonam Jha Azad, wife of our MP & World Cup-winner cricketer Kirti Azad, has breathed her last.
— Mamata Banerjee (@MamataOfficial) September 2, 2024
I have known Poonam for a long time. I also knew that she was critically ill for the last few years. Kirti & other family members tried their best & were always…
গত লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক দেওয়া হয়েছিল। সেই তালিকায় নজরকাড়া নাম ছিল প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়ে প্রচারে স্ত্রীকেও সামিল করেছিলেন তিনি। বিরল স্নায়ুর রোগে আক্রান্ত স্ত্রীকে হুইলচেয়ারে বসিয়ে জনতার দরবারে হাজির হয়েছিলেন কীর্তি আজাদ। হুইলচেয়ারের হাতল ধরে তাঁর স্ত্রী পুনম আজাদ এলাকায় ঘোরেন।
কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তি আজাদ রাজনীতিতে নেমেছেন অনেকদিন আগেই। সাংসদ, বিধায়ক দুই-ই হয়েছেন।
আরও পড়ুন: 'ধোনিকে কোনওদিন ক্ষমা করতে পারব না', কেন এ কথা বললেন যুবরাজের বাবা?