এক্সপ্লোর
Advertisement
কমনওয়েলথ গেমসে ভারতকে দ্বিতীয় সোনার পদক এনে দিলেন সঞ্জিতা চানু
গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় সোনা। গেমসের দ্বিতীয় দিনে মহিলাদের ভারোত্তলনের ৫৩ কেজি বিভাগে দেশকে সোনার পদক এনে দিলেন সঞ্জিতা চানু। এখনও পর্যন্ত এবারের গেমসে ভারতের সংগ্রহ ২টি সোনা ও একটি রুপো।
স্ন্যাচে ৮৪ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজি সহ মোট ১৯২ কেজি ওজন তুলে রেকর্ড করেছেন সঞ্জিতা চানু।
বিগত কমনওয়েলথ গেমসের চ্যম্পিয়ন পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা তৌসাকে রূপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় (মোট ওজন তুলেছেন ১৮২ কেজি)। কানাডার রাচেল লেব্ল্যাঙ্ক-বাজিনেট মোট ১৮১ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জিতেছেন।
উল্লেখ্য, গতকাল এবারের কমনওয়েলথ গেমসের প্রথম দিন ভারোত্তলনেই ভারতকে প্রথম সোনার পদকটি ৪৮ কেজি বিভাগে এনে দিয়েছিলেন সঞ্জিতার মনিপুরী সহ খেলোয়াড় সাইখম মিরাবাই চানু।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement