Satwiksairaj Rankireddy: মুখ উজ্জ্বল করেছে ছেলে, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট হাতে আবেগঘন সাত্ত্বিকের বাবা
Guinness World Record: এ বছরই কোরিয়া ওপেনে ৫৬৫ কিমি প্রতি ঘণ্টার স্ম্যাশ মেরে বিশ্বরেকর্ড গড়েছিলেন সাত্ত্বিক।
নয়াদিল্লি: এই গোটা বছরটাই ভারতীয় ব্যাডমিন্টন জুটি চিরাগ শেট্টি (Chirg Shetty) ও সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডির (Satwiksairaj Rankireddy) জন্য দুর্দান্ত কেটেছে। ধারাবাহিক সাফল্যে অর্জন করেছেন পুরুষদের এক নম্বর শাটলার জুটির হওয়ার কৃতিত্বও। বছরের এপ্রিল মাসেই বিশ্বরেকর্ড গড়েছিলেন সাত্ত্বিক। ১৪ এপ্রিল দ্রুততম, ৫৬৫ কিমি প্রতি ঘণ্টার স্ম্যাশ মেরিছিলেন তিনি। এবার তার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের (Guinness World Record) তরফে সার্টিফিকেটও পেয়ে গেলেন সাত্ত্বিক।
সম্প্রতি নিজের সার্টিফিকেট হাতে পান সাত্ত্বিক। সেই সার্টিফিকেট খোলার সময় তাঁর বাবার আবেগঘন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাত্ত্বিক। ৫৪ সেকেন্ডের সেই ভিডিওতে সাত্ত্বিকের বাবা তাঁর ছেলের সার্টিফিকেটের বাক্সটি কেটে সার্টিফিকেট বের করতে করতেই আবেগঘন হয়ে পড়েন। গর্বিত ও আবেগতাড়িত বাবার সঙ্গে সাত্ত্বিকও যোগ দেন এবং দুইজনে বেশ কিছু ছবিও তোলেন। গোটা বিষয়টি যে সাত্ত্বিকের পরিবাবের কাছে কতটা গর্ব ও আবেগের তা ভিডিওটি দেখলেই স্পষ্ট বোঝা যায়।
"As my shuttle soared at 565 kmph, I realized the true speed of a father's pride – an unbreakable record in my heart." #GuinnessWorldRecord pic.twitter.com/gwvulGr6Zj
— Satwik SaiRaj Rankireddy (@satwiksairaj) December 5, 2023
ভিডিওটির ক্যাপশনে সাত্ত্বিক লেখেন, 'আমার শাটলের গতি ৫৬৫ কিমি প্রতি ঘণ্টা ছোয়ায় আমার বাবা যে ঠিক কতটা বেগে গর্বিত হয়েছে, তা বুঝলাম। আমার হৃদয় বলছি এই রেকর্ডটি কিন্তু কেউ ভাঙতে পরাবে না।' বাবা ছেলের এই আবেগঘন ভিডিওটি নেটিজেনদের বেশ মনেও ধরেছে।
ব্য়াগ বইলেন ভারতীয় তারকারা
রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।
সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার এদেশ থেকে দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ক্লিপিংস দেখা যাচ্ছে। ওই ভিডিওতেই দেখা যায় ভারতীয় দলকে স্বাগত জানাতে ডারবান বিমানবন্দরে প্রচুর লোক জমা হয়েছিল। তবে বিমানবন্দর থেকে বাসে ওঠার সময়ই বৃষ্টির কবলে টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই যশস্বীরা ট্রলি মাথায় নিয়েই জোর দৌড় লাগালেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচকদের পরিকল্পনায় নেই কোহলি?