এক্সপ্লোর
Advertisement
ফর্মে নেই তো কী হয়েছে, কিছুই হারায়নি বিরাট, কপিলের উল্টো সুর সহবাগের
এবারের নিউজিল্যান্ড সফরে ১১ ইনিংসে মাত্র ২১৮ রান করেন বিরাট।
নয়াদিল্লি: নিউজিল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির রান না পাওয়া নিয়ে ভিন্নমত দুই প্রাক্তন তারকা কপিল দেব ও বীরেন্দ্র সহবাগ। কয়েকদিন আগেই কপিল বলেছিলেন, বিরাটের বয়স ৩০ বছরের বেশি হয়ে যাওয়ায় তাঁর রিফ্লেক্স ও দৃষ্টিশক্তি কমে গিয়েছে। তবে এ বিষয়ে কপিলের সঙ্গে একমত নন সহবাগ। তিনি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘বিরাটের হাতের সঙ্গে চোখের সংযোগ সংক্রান্ত কোনও সমস্যা নেই। এই সমস্যা রাতারাতি তৈরি হয় না, অনেকদিন ধরে বাড়তে বাড়তে একসময় বোঝা যায়। আমি নিশ্চিত, বিরাট শুধু ফর্ম হারিয়েছে। ওর আর কোনও সমস্যা হয়নি। বিরাট ভাল বলেই আউট হয়েছে। ফর্মে না থাকলে কোনও কিছুই ঠিকঠাক হয় না। এমন নয় যে বিরাট চেষ্টা করছে না। কিন্তু ভাগ্য ওর সঙ্গ দিচ্ছে না।’
এবারের নিউজিল্যান্ড সফরে ১১ ইনিংসে মাত্র ২১৮ রান করেন বিরাট। এর মধ্যে টেস্ট সিরিজে চার ইনিংসে তাঁর রান মাত্র ৩৮। গড় মাত্র ৯.৫০। টি-২০ সিরিজ ৫-০ জিতলেও, একদিনের ও টেস্ট সিরিজের সব ম্যাচেই হেরে গিয়েছে ভারতীয় দল।
তবে এই পরিস্থিতিতেও বিরাটের পাশে দাঁড়িয়ে সহবাগ বলেছেন, ‘নিউজিল্যান্ডে যে বলে খেলা হয়, সেটি অনেক বেশি সিম করেছে। কেউ যদি রান না পায়, তাহলে তার সমস্যা দ্বিগুণ হয়ে যায়। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়। ফ্রন্ট ফুটে বেশি খেলে, বল ছেড়ে ক্রিজে টিকে থাকার চেষ্টা করা যায়। আমার মতে, কোন বলটা ছাড়তে হবে, সেটা জানা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস থাকলে সেটা করা যায়। চাপে পড়ে গিয়েছে বলেই হয়তো বিরাট এটা করতে পারছে না।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement