Varun Chakravarthy: বরুণের ফিটনেস নিয়ে সংশয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বাড়তি নেট বোলার
শোনা যাচ্ছে যে, লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে আমিরশাহিতেই রেখে দেওয়ার কথা ভাবা হচ্ছে। জাতীয় নির্বাচকরা চাহালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ দেননি। পরিবর্তে রাহুল চাহারকে বিশ্বকাপের দলে নেওয়া হয়।
![Varun Chakravarthy: বরুণের ফিটনেস নিয়ে সংশয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বাড়তি নেট বোলার Selectors add net bowlers to T20 World Cup team, focus on Varun Chakravarthy’s fitness Varun Chakravarthy: বরুণের ফিটনেস নিয়ে সংশয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে বাড়তি নেট বোলার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/05/01296e28da635b4bcc27006d09cf5c69_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তাঁর বলের রহস্য উন্মোচনে নাজেহাল হতে হয় ব্যাটারদের। তবে বরুণ চক্রবর্তীর ফিটনেস সম্ভবত তাঁর ঘূর্ণির চেয়েও বড় ধাঁধা। কখন যে তিনি ফিট থাকবেন আর কখন চোটে কাবু হয়ে পড়বেন, বরুণ নিজেও সম্ভবত হলফ করে বলতে পারবেন না।
বিশ্বস্ত সূত্রের খবর, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে আরও কয়েকজন ক্রিকেটারকে যোগ করতে চলেছেন জাতীয় নির্বাচকরা। তবে মূল দলে নয়, বরং নেট বোলার হিসেবেই ভারতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে রেখে দেওয়া হতে পারে আইপিএলে সফল হওয়া একাধিক বোলারকে। আরও জানা যাচ্ছে যে, কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বিকল্প তৈরি রাখতে চাইছেন জাতীয় নির্বাচকরা। কারণ, বরুণের হাঁটুর চোট নিয়ে সংশয় রয়েছে নির্বাচকদের মনে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তা বলেছেন, ‘চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছিল ও খেলার জন্য ফিট ছিল বলেই। যদি বিশ্বকাপের সময় ওর চোট নিয়ে সমস্যা না হয়, তবে ও অবশ্যই দলে থাকবে।’
শোনা যাচ্ছে যে, লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে আমিরশাহিতেই রেখে দেওয়ার কথা ভাবা হচ্ছে। জাতীয় নির্বাচকরা চাহালকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ দেননি। পরিবর্তে রাহুল চাহারকে বিশ্বকাপের দলে নেওয়া হয়। যদিও আইপিএলেই যুজবেন্দ্র ফের নিজেকে প্রমাণ করেছেন।
বোর্ড কর্তা বলেছেন, ‘চাহালকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা দুর্ভাগ্যজনক যে, মুম্বই ইন্ডিয়ান্স রাহুল চাহারকে প্রথম একাদশ থেকে বাদ দিয়ে দিয়েছে। যদি চাহালকে রাহুল চাহারের বিকল্প হিসেবে থেকে যেতে বলা হয়, তবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে পরিস্থিতি নিয়ে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের আলোচনার পর।’
সূত্রের খবর, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দুরন্ত গতিতে বল করা নবাগত পেসার উমরান মালিক ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার হর্ষল পটেলকে বিশ্বকাপের সময় ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন নির্বাচকরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)