FIFA WC 2022: সুযোগ পেলেন না সার্জিও রামোস, স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা করলেন এনরিকে
Spain Football Team: থিয়াগো আলকান্তারাকেও দলে সুযোগ দেননি এনরিকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা গোলরক্ষক ডেভিড দ্য হিয়াও দলে নেই।
মাদ্রিদ: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) মহারণ শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। ইতিমধ্যেই একাধিক দেশ নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) লুইস এনরিকেও (Luis Enrique) স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা করে দিলেন। উল্লেখযোগ্যভাবে দলে সুযোগ পেলেন না তিন অভিজ্ঞ তারকা সার্জিও রামোস (Sergio Ramos), ডেভিড দ্য় হিয়া, থিয়াগো আলকান্তারা।
নেই অভিজ্ঞত্রয়ী
রামোস বহুদিন ধরেই স্পেনের জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। গত বছরের উয়েফা ইউরো টুর্নামেন্টেও রামোসকে দলে সুযোগ দেননি এনরিকে। তবে সেইসময় রামোস চোট আঘাতে জর্জরিত ছিলেন। এবারে তেমন সমস্যা নেই। তাও দলে সুযোগ পেলেন না তিনি। দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য তারুণ্যই ভরসা এনরিকের। স্পেন দলের গড় বয়স মাত্র ২৫-র আশেপাশে। দলে আন্সু ফাটি, পেদ্রি, গাভির মতো একাধিক তরুণ তারকা রয়েছেন। স্পেন কোচ এনরিকের মতে তারুণ্যে ভর্তি দল নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়ায় ঝুঁকি থাকলেও, সেই ঝুঁকি নেওয়াই যায়।
সেরা কোচ
স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেওয়ার জন্য তিনিই যোগ্য ব্যক্তি বলে মনে করেন এনরিকে। এই বিষয়ে কথা বলতে গিয়ে নিজেকে সেরা কোচ হিসাবে দাবি করে তিনি বলেন, 'আমি নিজের দক্ষতা নিয়ে সন্দিহান কেন হব? আমি বিশ্বের সেরা কোচ। আমায় যদি আমার খেলোয়াড়দের সেরার শিরোপা জিততে সাহায্য করতে হয়, তাহলে আমিও যে সেরা, সেটা মনে করাটা প্রয়োজনীয়। আমার মতে আমি বিশ্বের সেরা কোচ। জানি এটা একেবারেই সঠিক নয়, কিন্তু এমন মনে করতে ক্ষতি তো নেই।' সোমবার, ১৪ নভেম্বর থেকে স্পেনের জাতীয় দল বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করবে।
✍️🏻 Apunta estos nombres, son los que van a pelear cada balón y correr hasta el último minuto por la camiseta de la @SEFutbol.
— Selección Española de Fútbol (@SEFutbol) November 11, 2022
2⃣6⃣ jugadores que representarán la ilusión de todo un país en el Mundial.
📲 Guárdate esa imagen: ¡ESTA ES #LaListaDeTodos!#VamosEspaña | #Catar2022 pic.twitter.com/QlfHGKibrP
২৩ নভেম্বর কোস্টারিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্পেন নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। স্পেন, কোস্টা রিকার পাশাপাশি গ্রুপ ই-তে জাপান ও জার্মানিও রয়েছে। প্রসঙ্গত, বিশ্বকাপ শুরুর আগে লা রোহা জর্ডনের বিরুদ্ধে এক প্রস্তুতি ম্যাচও খেলবে।
আরও পড়ুন: কাতারে বিশ্বজয়ের লক্ষ্যে মেসির সঙ্গী হচ্ছেন কারা ? ঘোষণা হল আর্জেন্টিনা স্কোয়াড