Rishabh Pant Health: ও লড়াকু ছেলে, দ্রুত সুস্থ হয়ে যাবে, পন্থের জন্য প্রার্থনা বাদশার
Shah Rukh Khan: আইপিএলে তাঁরা প্রতিপক্ষ। তাঁর দলের বিরুদ্ধে ব্যাট হাতে ত্রাস হয়ে ওঠেন। তবে ঋষভ পন্থের দুর্ঘটনায় উদ্বিগ্ন শাহরুখ খান।
মুম্বই: আইপিএলে তাঁরা প্রতিপক্ষ। তাঁর দলের বিরুদ্ধে ব্যাট হাতে ত্রাস হয়ে ওঠেন। তবে ঋষভ পন্থের দুর্ঘটনায় উদ্বিগ্ন শাহরুখ খান (Shahrukh Khan)। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মালিক রুরকির উইকেটকিপার-ব্যাটসম্যানের দ্রুত আরোগ্য কামনা করলেন।
তাঁর 'পাঠান' ছবির মুক্তি সামনেই। সেই জন্য ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নোত্তর পর্বে যোগ দেন শাহরুখ। সেখানেই এক ভক্ত শাহরুখকে লেখেন, 'দয়া করে ঋষভ পন্থের দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছাবার্তা পাঠান।' তাতে শাহরুখ লেখেন, 'ঈশ্বরের কৃপায় ও দ্রুত সেরে উঠবে। ও ভীষণ লড়াকু ছেলে। দারুণ মনের জোর'।
Inshaallah he will be well soon. He is a fighter and a very tough guy. https://t.co/Z0aiecasPo
— Shah Rukh Khan (@iamsrk) January 4, 2023
শুক্রবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকে উত্তরাখণ্ডের ম্যাক্স হাসপাতালে চিকিৎসারত রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। পন্থের উন্নত চিকিৎসার জন্য উত্তরাখণ্ড থেকে তাঁকে দিল্লিতে উড়িয়ে আনা হতে পারে বলে জানিয়েছিলেন ডিডিসিএ সভাপতি। তবে এবার বোর্ডের (BCCI) তরফে জানানো হল দিল্লি নয়, পন্থের চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে নিয়ে আসা হবে মুম্বইয়ে। বুধবারই (৪ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এই পন্থের স্বাস্থ্যের আপডেট দিয়ে তাঁকে মুম্বইয়ে স্থানান্তরিত করা হবে বলে জানানো হয়।
বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে জানানো হয়, 'ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে উইকেটকিপার ঋষভ পন্থকে মুম্বইয়ে নিয়ে আসার সমস্তরকম ব্যবস্থা করা হয়েছে। ঋষভ, যিনি ৩০ ডিসেম্বর গাড়ি দুর্ঘটনার পর দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তাঁকে বিমানে করে মুম্বইয়ে নিয়ে আসা হবে। ওঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল ও মেডিক্যাল রিসার্চ সেন্টারে ভর্তি করা হবে।' মুম্বইয়ের এই বিখ্যাত বেসরকারি হাসপাতালে ডাক্তার দীনশ পার্দিওয়ালা, স্পোর্টস মেডিসিন বিভাগের প্রধানের অধীনে চিকিৎসাধীন থাকবেন।
আরও পড়ুন: খেলা দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে কনুই ভেঙেছিলেন, সেই শিবমের গতিতেই ছারখার শ্রীলঙ্কা