এক্সপ্লোর
Advertisement
দেখুন: শ্রমিক শিবিরে মধ্যাহ্নভোজে হরভজন ও আফ্রিদি
নয়াদিল্লি: একটি মহত্ কাজে একে অপরের হাত মেলালেন পাকিস্তানের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি এবং ভারতীয় অফ স্পিনার হরভজন সিংহ।দুই তারকা ক্রিকেটার বাহরিনের একটি শ্রমিক শিবিরে গিয়ে সে দেশে কর্মরত প্রায় ২০০০ কর্মীর সঙ্গে মাধ্যাহ্নভোজ সারলেন।
মাঠে একে অপরের প্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে তাঁদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। আফ্রিদি ও হরভজন ওই শিবিরে হাজির জনতাকে তাঁদের ভাষণের মাধ্যমে উদ্দীপ্ত করলেন। ওই শিবিরে রয়েছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে আসা কর্মী।
আফ্রিদির স্বেচ্ছাসেবী সংস্থা শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন সেখানকার ছবি ও ভিডিও, দুই তারকা ক্রিকেটের বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ক্যাপশনে জানানো হয়েছে, আফ্রিদি ও হরভজন বাহরিনের সিতরায় শ্রমিক শিবির (নাস কর্পোরেশন)-এ গিয়েছিলেন।
পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে আসা প্রায় ২০০০ শ্রমিকের মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল শাহিদ আফ্রিদি ফাউন্ডেশন।
দুই তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে জনতা। আফ্রিদি ও ভাজ্জি দুজনেই শান্তি, ভালোবাসা ও একতার বার্তা দেন।
হরভজন আফ্রিদিকে ধন্যবাদও জানান। তিনি বলেছেন, লাল (আফ্রিদি) আগে জানায়নি যে, আমাকে ও কোথায় নিয়ে যাচ্ছে।ও শুধু বলেছিল, লাঞ্চ করতে যাচ্ছি। কিন্তু এখন এখানে আপনাদের কাছে আসতে পেরে খুব ভালো লাগছে। সম্ভব হলে যে কোনও সাহায্য করতে পারলে আমি খুশি হব।
আফ্রিদি তাঁর ভাষণে বলেন, প্রতিবেশী দেশগুলি থেকে আসা লোকজনকে একসঙ্গে থাকতে হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement