Afridi On Virat: এশিয়া কাপের আগে বিরাটকে নিয়ে কী মন্তব্য করলেন আফ্রিদি?
Asia Cup 2022: এমন হাইভোল্টেজ ম্যাচের আগে বিরাট কোহলির প্রসঙ্গ আসবে না, তা হয় না কি। বিগত আড়াই বছর ধরে নেই কোনও শতরান। ব্যাট হাতে সাম্প্রতিক পারফরম্যান্সও খুব খারাপ।
![Afridi On Virat: এশিয়া কাপের আগে বিরাটকে নিয়ে কী মন্তব্য করলেন আফ্রিদি? Shahid Afridi Makes huge Comment on Virat Kohli’s Future Ahead of Asia Cup 2022 Afridi On Virat: এশিয়া কাপের আগে বিরাটকে নিয়ে কী মন্তব্য করলেন আফ্রিদি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/22/3fedac497e6c468d41728a5a4db40c5c1661151130172206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: হাতে গোনা কয়েকদিন আর। এরপরই এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত-পাক মহারণ। এরমধ্যেই ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশের দ্বৈরথ ঘিরে মাঠের বাইরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সোশাল মিডিয়া থেকে প্রাক্তন ক্রিকেটারদের আকচা আকচি। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে বিরাট কোহলির (Virat Kohli) প্রসঙ্গ আসবে না, তা হয় না কি। বিগত আড়াই বছর ধরে নেই কোনও শতরান। ব্যাট হাতে সাম্প্রতিক পারফরম্যান্সও খুব খারাপ। আসন্ন এশিয়া কাপে (Asia Cup) বিরাটের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে তাঁর টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পাওয়ার ভাগ্য। প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি এবার বিরাট কোহলিকে নিয়ে মুখ খুললেন। সোশাল মিডিয়ায় আফ্রিদিকে ট্যাগ করে সমর্থকরা বিরাটকে নিয়ে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই উত্তরে কী বললেন প্রাক্তন তারকা অলরাউন্ডার?
বিরাটকে নিয়ে কী বললেন আফ্রিদি?
ট্যুইটারে এক সমর্থক বিরাটকে প্রশ্ন করেছিলেন যে, বিরাটের ভবিষ্যৎ সম্পর্কে কী বলবেন? সেই প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেন, ''এটা পুরোটাই বিরাটের হাতে।''
#AskLala
— 𝗦𝗢𝗛𝗔𝗠 (@Only17Matters) August 21, 2022
What about Virat’s future
আরও একজন প্রশ্ন করেছিলেন যে, ''প্রায় ১০০০ দিন হয়ে গেল যে বিরাট সেঞ্চুরি পাননি। এই সেঞ্চুরির খরা কবে কাটবে মনে আপনার মনে হয়?'', এর উত্তরে আফ্রিদি বলেন, ''কঠিন পরিস্থিতিতেই বড় প্লেয়ারদের চেনা যায়।
Virat Kholi Didn't get a century from 1000+ Days. What's your views on it?#AskLala @SAfridiOfficial 🔥
— Huzaifa Butt (@HuzaifaAfridian) August 21, 2022
উল্লেখ্য, মুখোমুখি সাক্ষাৎকারে জয়ের নিরিখে পাকিস্তান এগিয়ে থাকলেও, এশিয়া কাপ কিন্তু ভারত এগিয়ে। পাকিস্তানের পাঁচ জয়ের তুলনায়, ভারত এশিয়া কাপ সাতবার জয় পেয়েছে। বিশ্রাম নিয়ে এশিয়া কাপ দলে ফেরা বিরাট কোহলির রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই ভাল, তাঁর দিকে নজর থাকাটাই স্বাভাবিক।
শেষ ভারত-পাকিস্তান ম্যাচে টিম ইন্ডিয়ার টপ অর্ডারকে ছিন্নভিন্ন করে দেওয়া শাহিন আফ্রিদিকে আসন্ন ম্যাচে পাবে না পাকিস্তান। যা কিছুটা স্বস্তি দেবে ভারতীয় শিবিরকেও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)