![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি ঘায়েল করতে চাইতেন শোয়েব আখতার, জানেন কি?
![কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি ঘায়েল করতে চাইতেন শোয়েব আখতার, জানেন কি? Shoaib Akhtar Reveals The Name Of The Batsman He Wanted To Badly Hit কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি ঘায়েল করতে চাইতেন শোয়েব আখতার, জানেন কি?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/28122812/hayden-akhtar2.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লাহোর: শোয়েব আখতার মানেই তীব্র গতি। নিজের কেরিয়ারে বহু ব্যাটসম্যানকে তার বল দিয়ে ঘায়েল করেছেন তিনি।
কিন্তু, তিনি কোন ব্যাটসম্যানকে সবচেয়ে বেশি করে ঘায়েল করতে চাইতেন—তা সম্প্রতি খোলসা করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। সোমবার, নিজের টুইটার অ্যাকাউন্টে একটি ‘মেম’ শেয়ার করে দাবি করেন, তিনি ১৯ ব্যাটসম্যানকে ঘায়েল করেছেন, ক্রিকেট ইতিহাসে যা সর্বাধিক।
[embed]https://twitter.com/shoaib100mph/status/889380489634746368[/embed]যদিও, এরসঙ্গেই তিনি যোগ করেন, একজন বাদ দিয়ে তিনি কাউকে ঘায়েল করে মজা পাননি। আরেকটি টুইটে শোয়েব লেখেন, তিনি ভীষণভাবে এক ব্যাটসম্যানকে নিজের কেরিয়ারে ঘায়েল করতে চাইতেন। তিনি আর কেউ নন-- অস্ট্রেলিয়ার প্রাক্তন বিধ্বংসী ওপেনার ম্যাথু হেডেন।
https://twitter.com/shoaib100mph/status/889799152330317825তবে, মাঠের সেই প্রতিদ্বন্দ্বিতা মাঠেই ফেলে এসেছেন শোয়েব। জানিয়ে দেন, এখন তিনি ও হেডেন ভীষণই ভাল বন্ধু। শোয়েব বলেন, আমি হেডেনকে ভীষণভাবে ঘায়েল করতে চাইতাম। টেস্ট হোক বা অনুশীলন ম্যাচ-- আমার বলে ও বহুবার আহত হয়েছে। এখন আমরা ভীষণই ভাল বন্ধু।
https://twitter.com/shoaib100mph/status/889876517676867585বন্ধু হেডেনকে দরাজ সার্টিফিকেটও দেন শোয়েব। বলেন, ওর মতো উদার ও সহৃদয় ব্যক্তি খুব কমই আছে। প্রসঙ্গত, পাঁচটি টেস্টে একে অপরের মুখোমুখি হয়েছেন হেডেন ও শোয়েব। হেডেনকে তিনবার আউট করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)