এক্সপ্লোর
Advertisement
বায়োপিক হলে নিজের চরিত্রে বড়পর্দায় কোন অভিনেতাকে দেখতে চান, জানালেন শোয়েব আখতার
নিজের কেরিয়ারে বারেবারেই বাইশগজে গতির আগুন ঝরিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। ক্রিকেট পিচের বাইরেও অনুরাগী মহলে কম আকর্ষণীয় নয়। সেই শোয়েব আখতার বলছেন, তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে কোনও বায়োপিক হলে নিজের চরিত্রে তিনি বলিউডের ম্যাচো হিরো সলমন খানকে দেখতে চান।
করাচি: নিজের কেরিয়ারে বারেবারেই বাইশগজে গতির আগুন ঝরিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। ক্রিকেট পিচের বাইরেও অনুরাগী মহলে কম আকর্ষণীয় নয়। সেই শোয়েব আখতার বলছেন, তাঁর ক্রিকেট কেরিয়ার নিয়ে কোনও বায়োপিক হলে নিজের চরিত্রে তিনি বলিউডের ম্যাচো হিরো সলমন খানকে দেখতে চান।
আসলে শোয়েব বরাবরই সলমনের ফ্যান। বারবারই তাঁর মুখে বলিউডের দাবাং খানের প্রশংসা শোনা গিয়েছে। ২০১৬-তে দুবাইতে বলিউড অভিনেতার সঙ্গে দেখা হওয়ার ছবি ট্যুইটারে শেয়ার করেছিলেন শোয়েব আখতার। ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, দুবাইতে সলমনের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। তাঁর বিইং হিউম্যান ফাউন্ডেশন খুব ভালো কাজ করছে।
এবার শোয়েব আখতার জানালেন, তাঁর কোনও বায়োপিক হলে বড় পর্দায় তিনি সলমনকে নিজের চরিত্রে অভিনয় করতে দেখতে চান। রওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, যদি কখনও আমার বায়োপিক হয়, তাহলে আমি চাই সলমন মূল চরিত্রে অভিনয় করুন।
কোনও ক্রিকেটারের বায়োপিক যে সবার নজর কেড়ে নিতে পারে, তা দেখা গিয়েছিল কয়েক বছর আগে যখন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক তৈরি করা হয়েছিল।
সম্প্রতি ভারতীয় দলের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের কাহিনী অবলম্বনে তৈরি সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। যদিও করোনাভাইরাসজনিত কারণে তা স্থগিত হয়ে যায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement