(Source: ECI/ABP News/ABP Majha)
Muhammad Huraira Record: ট্রিপল সেঞ্চুরি, কিংবদন্তি মিয়াঁদাদের সঙ্গে একই তালিকায় শোয়েব মালিকের ভাইপো
Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে হইচই ফেলে দিলেন শোয়েব মালিকের (Shoaib Malik) ভাইপো মহম্মদ হুরাইরা (Muhammad Huraira)। ঢুকে পড়লেন বিরল এক তালিকায়। যে তালিকায় রয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ।
ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেটে হইচই ফেলে দিলেন শোয়েব মালিকের (Shoaib Malik) ভাইপো মহম্মদ হুরাইরা (Muhammad Huraira)। ঢুকে পড়লেন বিরল এক তালিকায়। যে তালিকায় রয়েছেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)।
ভারতের জামাই শোয়েব মালিক সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ব্যাট হাতে যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। এবার তাঁর ভাইপো মহম্মদ হুরাইরা মাতিয়ে দিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট। শোয়েবের ভাইপোর ব্যাট থেকে এল মহাকাব্যিক ইনিংস। মহম্মদ হুরাইরা ট্রিপল সেঞ্চুরি করলেন। রীতিমতো ঝড়ের গতিতে প্রায় একশোর কাছাকাছি স্ট্রাইক রেট রেখে এক অনবদ্য ইনিংস উপহার দিলেন।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে অভিষেক মরশুমেই নিজেকে চেনালেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের প্রাক্তন ওপেনার মহম্মদ হুরাইরা। প্রথম শ্রেণির ক্রিকেটে পাকিস্তানের দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ত্রিশতরান করলেন ১৯ বছর বয়সী শোয়েব মালিকের ভাইপো। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফির ম্যাচে বালুচিস্তানের বিপক্ষে নর্দার্ন পাকিস্তানের হয়ে ৩৪৩ বলে ৩১১ রানের অনন্য ইনিংস উপহার দেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল ৪০টি চার ও ৪টি ছক্কা দিয়ে। কেরিয়ারের প্রথম ত্রিশতরান করলেন মাত্র ১৯ বছর ২৩৯ দিনে।
MONUMENTAL EFFORT! 19-year-old Mohammad Huraira becomes the second youngest Pakistan batter to score a first-class triple century! 👏👏#HarHaalMainCricket pic.twitter.com/QtYRKDRCKT
— Pakistan Cricket (@TheRealPCB) December 20, 2021
প্রায় ৪৫ বছর আগে, ১৯৭৫-৭৬ মরসুমে ১৭ বছর ৩১০ দিন বয়সে ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদ। হুরাইরার ট্রিপল সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৬২১ রানের বিশাল স্কোর করে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করেছে নর্দার্ন পাকিস্তান। ওপেনার সামাদ ভাট্টি করেছেন ১৩৫ রান । এর আগে বালুচিস্তান অল আউট হয়েছিল ৩০৫ রানে। শান মাসুদ করেছিলেন ১৯০ রান।
আরও পড়ুন: ছোট শহর থেকে উঠে এসেও দেশকে গর্বিত করা যায়, বলছেন পন্থ
পাকিস্তানের মাটিতে এটি ২৩তম ত্রিশতরান। ২২তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছেন হুরাইরা। বিদেশিরাও পাকিস্তানের মাটিতে এসে ত্রিশতরান করে গিয়েছেন। পাকিস্তানে ট্রিপল সেঞ্চুরি রয়েছে বীরেন্দ্র সহবাগের। ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৩০৯ রান করেছিলেন। এ ছাড়া মাইক ব্রিয়ারলি, মার্ক টেলরের মতো ক্রিকেটাররাও পাকিস্তানের মাটিতে ত্রিশতরান করেছেন।
চলতি মরসুমে এখনও পর্যন্ত তিনটি শতরান হয়ে গিয়েছে হুরাইরার।