Shubman Gill Exclusive: কেকেআর পরিবারে না থাকলেও ইডেন প্রিয়, পারথের ফেভারিট বেছে নিলেন শুভমন
Syed Mushtaq Ali T20 Exclusive: শুভমন গিল (Shubman Gill) আর কেকেআর (KKR) পরিবারের সদস্য নন। আইপিএলে খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। কিন্তু কলকাতা ভোলেনি প্রাক্তন নাইটকে।
সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) খেলার সময় যখন ইডেন গার্ডেন্স (Eden Gardens) ছেড়ে বেরতেন, ভক্তরা কার্যত ঝাঁপিয়ে পড়ত। সেলফি তোলা, সইশিকারিদের আব্দার মেটানো ছিল তাঁর কাছে রুটিন ঘটনা।
শুভমন গিল (Shubman Gill) আর কেকেআর (KKR) পরিবারের সদস্য নন। আইপিএলে খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। কিন্তু কলকাতা ভোলেনি প্রাক্তন নাইটকে।
রবিবার দুপুরে হরিয়ানাকে হারিয়ে ইডেনের ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে উন্মাদনা। অটোগ্রাফ, ছবি তোলার জন্য চিৎকারে কান পাতা দায়। কলকাতায় এখনও তাঁকে ঘিরে এত আবেগ দেখে অবাক লাগছে না? অনুরাগীদের আব্দার মেটানোর ফাঁকে এবিপি লাইভকে পাঞ্জাবের তারকা বললেন, 'কলকাতায় প্রচুর ক্রিকেটপ্রেমী। এখানকার মানুষ ভাল খেলার কদর করেন। আমাকে এত মানুষ পছন্দ করেন দেখে খুব ভাল লাগছে। আগেও এরকমই ভালবাসা পেতাম। কিছুই পাল্টায়নি।'
একটা সময় ইডেন ছিল তাঁর হোমগ্রাউন্ড। রবিবার অবশ্য তাঁর কাছে ইডেন ছিল নিরপেক্ষ ভেন্যু। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে শুভমন নেমেছিলেন পাঞ্জাবের জার্সিতে। প্রতিপক্ষ ঠিল হরিয়ানা। যে দলে রাহুল তেওয়াটিয়া, অমিত মিশ্রর মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা ছিলেন। কিন্তু হরিয়ানাকে ৪৯ রানে কার্যত একপেশেভাবে হারিয়েছে পাঞ্জাব। যদিও শুভমনের দিনটা ভাল যায়নি। ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে ফিরলেন।
'ইডেনের উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব ভাল। আমি রান পেলাম না বলে হতাশ লাগছে। তবে দল হিসাবে আমরা ভাল খেলেছি। কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে। কারণ, আমাদের সামনে কর্নাটক,' বলছিলেন শুভমন। যোগ করলেন, 'ইডেন আমার কাছে ভীষণ স্পেশ্যাল। কেকেআরে না খেললেও ইডেন আমার প্রিয় মাঠ।'
ইডেন থেকে টিমহোটেলে ফিরেই খেলা দেখতে বসবেন। কারণ, টি-২০ বিশ্বকাপে পারথে ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা। যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলেছেন শুভমন। কারা ফেভারিট? শুভমন বলছেন, 'ভারত দুরন্ত ছন্দে আছে। পাকিস্তান ম্যাচটা দারুণভাবে জিতেছে। বিরাট ভাই (বিরাট কোহলি) দারুণ ফর্মে। তবে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ ভাল। পারথে উইকেটে বাড়তি বাউন্স আর গতি থাকবে।'
গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল জিতেছেন। হার্দিক পাণ্ড্যকে দেখেছেন কাছ থেকে। তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন দেখছেন হার্দিককে? 'হার্দিক ভাই দলে দারুণ ভারসাম্য যোগ করে। কমপ্লিট ক্রিকেটার।'
বিশ্বকাপের দলে না থাকার আক্ষেপ? টিমবাসে ওঠার আগে স্মিত হেসে শুভমন বললেন, 'আমার কাজ রান করে যাওয়া। বাকিটা নির্বাচকদের ওপর।'
আরও পড়ুন: কী কারণে নুরুল স্টাম্প করা সত্ত্বেও নট আউট হলেন জিম্বাবোয়ে ব্যাটার? কেন ডাকা হল নো বল?