এক্সপ্লোর
বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে সিন্ধু

গ্লাসগো: বিশ্ব ব্যাডমিন্টন চাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন পি ভি সিন্ধু। বিশ্বের ৬ নম্বর শাটলারকে উড়িয়ে শেষচারে পৌঁছলেন হায়দরাবাদি শাটলার। মাত্র ৩৯ মিনিটের লড়াইয়ে চিনের সান ইউ-কে হারালেন ২১-১৪, ২১-৯ গেমে। ২০১৩ ও ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। এবারও পদক নিশ্চিত করলেন তিনি। তবে এবার পদকের রঙ বদলাতে মরিয়া রিও অলিম্পিকে রুপো জয়ী শাটলার। এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলে দেন সিন্ধু। শেষপর্যন্ত সহজ পাওয়ার পর তিনি বলেছেন, ‘আজকের পারফরম্যান্সে আমি খুব খুশি। প্রতিপক্ষ কঠিন ছিল। কোর্টে সেরাটা উজাড় করে দিতে চেয়েছিলাম। সেটা করতে পেরেছি। আমি শুধু অগ্রগমন ধরে রাখতে চেয়েছিলাম।’ শেষচারে সিন্ধুর প্রতিপক্ষ চিনেরই চেন ইউফেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















