এক্সপ্লোর
Advertisement
নিবন্ধে দীপিকাকে কটাক্ষ করার মূল্য চোকাতে হতে পারে বোর্ডের ১.৬৫ কোটি টাকার চাকরি প্রার্থীকে
নয়াদিল্লি: দীপিকা পাড়ুকোনকে কটাক্ষের মাশুল গুণতে হতে পারে বিসিসিআই-এ বছরে ১.৬৫ কোটি টাকার মাইনের চাকরি-প্রার্থীকে। একটি সংবাদমাধ্যমে দীপিকা পাড়ুকোনকে কটাক্ষ করে তাঁর লেখার উল্লেখ করে এই চাকরি প্রার্থীর অ্যাপয়ন্টমেন্ট লেটারে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন বোর্ডের কার্যনির্বাহী সচিব অমিতাভ চৌধুরী।
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মার্কেটিংয়ের জেনারেল ম্যানেজার হিসেবে প্রিয়া গুপ্তার নিয়োগ নিয়ে উদ্বেগ ব্যক্ত করেছেন অমিতাভ চৌধুরী। এ ব্যাপারে তিনি একটি দৈনিকে ২০১৪-তে দীপিকা সম্পর্কে প্রিয়ার একটি নিবন্ধের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
বোর্ডের সিইও রাহুল জোহুরি এবং সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসক কমিটি (সিওএ) কে চিঠি লিখে অমিতাভ চৌধুরী ওই পদের জন্য প্রার্থী বাছাই পদ্ধতি সম্পর্কেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ইন্টারনেট সার্চ করলেই তো সংশ্লিষ্ট প্রার্থীর ওই নিবন্ধ সম্পর্কে খোঁজ নেওয়া যায়।
উল্লেখ্য, প্রিয়া গুপ্তা বোর্ডের বছরে ১.৬৫ কোটি টাকা মাইনের চাকরির প্রস্তাব গ্রহণ করেছেন। এখন তাঁর অফার বা চুক্তি সংক্রান্ত চিঠি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, একটি সংবাদপত্র ট্যুইটারে দীপিকার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছিল, দীপিকার ক্লিভেজ দেখা যাচ্ছে।
এই পোস্টের সমালোচনা করেন দীপিকা। সোশ্যাল সাইটে তিনি লেখেন, হ্যাঁ, আমি মহিলা, আমার স্তন ও ক্লিভেজ রয়েছে! আপনাদের কোনও সমস্যা রয়েছে!!?
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement