INDW vs ENGW 1st Innings Highlights: স্মৃতি, দীপ্তির অর্ধশতরান সত্ত্বেও, ১৬৯ রানেই অল আউট হয়ে গেল ভারত
Jhulan Goswami: আজই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঝুলন গোস্বামী। তবে ব্যাট হাতে প্রথম বলেই শূন্য রানে বোল্ড হলেন ভারতীয় কিংবদন্তি।
লন্ডন: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে গিয়েছে ভারতীয় দল (Indian Women's Cricket Team)। আজ নিয়মরক্ষার ম্যাচে (INDW vs ENGW 3rd ODI) অবশ্য প্রথমে ব্যাট করে মাত্র ১৬৯ রানেই অল আউট হয়ে গেল ভারত। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও দীপ্তি শর্মা (Deepti Sharma) অর্ধশতরান করলেও, ব্যর্থ সিংহভাগ ভারতীয় ব্যাটারই।
স্মৃতি, দীপ্তির লড়াই
আজই নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঝুলন গোস্বামী। ম্যাচের আগে আবেগতাড়িত হরমনপ্রীত কৌরকে কাঁদতেই দেখা যায়। এমনকী ঝুলনকে তিনি টস করতেও সঙ্গে নিয়ে যান। তব টসে হেরে প্রথমে ব্যাট করতেই নামতে হয় ভারতীয় দলকে। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চরম বিপাকে পরে ভারতীয় দল। ২৯ রানেই চার উইকেট হারিয়ে ফেলে ভারত। শেফালি এবং ইয়াস্তিকা উভয়েই শূন্য রানে আউট হন। হরমনপ্রীতও চার রানের বেশ করতে পারেননি। হার্লিন দেওল তিন রানে সাজঘরে ফেরেন।
পরপর উইকেট হারানোর পর অবশেষে পঞ্চম উইকেটে স্মৃতি ও দীপ্তি মিলে ভারতের হয়ে হাল ধরার চেষ্টা করেন। দুইজনে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন। তবে দুর্ভাগ্যবশত পুল শট মারতে গিয়ে ব্যাটের কাণায় বল লেগে ৫০ রানেই বোল্ড হন স্মৃতি। পূজা বস্ত্রকর ক্ষণিকের জন্য দীপ্তির সঙ্গে মিলে ফের একবার ভারতীয় ইনিংসকে পথে ফেরানোর চেষ্টা করেন বটে। দুইজনে সপ্তম উইকেটে ৪০ রান যোগ করেন। তবে পূজা ২২ রানে আউট হন। দীপ্তি কার্যত একাই লড়াই চালিয়ে যান। তিনি ৬৮ রানে অপরাজিত থাকেন। কেট ক্রস ইংল্যান্ডের হয়ে সর্বাধিক চার উইকেট নেন। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রথম বলে শূন্য রানে আউট হন ঝুলন।
ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু ও শেষ
নিজের দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা ইংল্যান্ডের বিরুদ্ধেই করেছিলেন ঝুলন। আর সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার। মহিলাদের ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারীর শেষ ম্যাচ ঘিরে আবেগ এবং উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। এই কারণেই আজকের এই ম্যাচ বিশেষ গুরুত্বও পাচ্ছে। ম্যাচের আগে এক ঘটনাই ভারতীয় দলের অন্দরমহলের সমীকরণ এবং ঝুলনের প্রতি বাকি ক্রিকেটারদের সম্মানের ছবিটা স্পষ্ট করে দেয়। প্রিয় 'ঝুুলু দি'র শেষ ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) আবেগতাড়িত হয়ে কেঁদে ভাসালেন।
আরও পড়ুন: শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে কেরিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ নিয়ে মুখ খুললেন ঝুলন গোস্বামী