Sourav Ganguly :'ওঁদের লড়াইটা ওঁদের নিজেদেরই লড়তে দেওয়া উচিত' কুস্তিগীরদের ধর্না নিয়ে বার্তা সৌরভের
Wrestlers Protest : এদিকে, ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আন্দোলন কোন পথে এগোবে, তা ঠিক করতে ২ টি কমিটি গঠন করা হল।
নয়াদিল্লি : রাজধানীর বুকে ভারতীয় কুস্তিগীরদের (Wrestlers Protest) চলতে থাকা ধর্না-আন্দোলন নিয়ে জারি দেশজুড়ে চর্চা। বিভিন্ন মহলে বাড়ছে বিক্ষোভ। এর মাঝেই গোটা বিষয় নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
সংবাদ সংস্থা পিটিআই-র এক ভিডিও প্রকাশ করেছেন। যেখানে কুস্তিগীরদের আন্দোলন নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতামত জানতে চাইলে তিনি বলেছেন, 'ওখানে কী ঘটছে, তা আমি জানি না। যে-বিষয়ে আমি পুরোপুরি জানি না, সে বিষয়ে মন্তব্য না করাই ভাল। ওঁদের লড়াইটা ওঁদের নিজেদেরই লড়তে দেওয়া উচিত।'
এদিকে, ভারতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংহের বিরুদ্ধে আন্দোলন কোন পথে এগোবে, তা ঠিক করতে ২ টি কমিটি গঠন করা হল। আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করবে এই ২ কমিটি।
গত ২৩ এপ্রিল থেকে দিল্লির যন্তর-মন্তরে (Jantar Mantar) ধর্না-প্রতিবাদে বসেছেন দেশের একঝাঁক কুস্তিগির। কুস্তিতে মি-টু অভিযোগে এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। কাঠগড়ায় জাতীয় কুস্তি সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহ (WFI Chief)। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে যন্তর মন্তরে একজোটে আওয়াজ তুলছেন বিশ্ব চ্যাম্পিয়ন থেকে অলিম্পিয়ানরা। তাতেও তেমন কোনও হেলদোল নেই ব্রিজভূষণের।কুস্তি সংস্থার সভাপতির পদ তো ছাড়লেনই না, উল্টে তাঁর দাবি, যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। তিনি রাজনীতির শিকার। ইতিমধ্যে অবশ্য তাঁর বিরুদ্ধে, পকসো ধারা সহ এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
আরও পড়ুন- স্কোয়ার কাট থেকে স্টেপ আউট, দিল্লির নেটে 'দাদাগিরি'
অরবিন্দ কেজরিওয়াল, প্রিয়াঙ্কা গান্ধীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে কুস্তিগীরদের পাশে দাঁড়িয়েছেন। শুধুমাত্র রাজনীতিবিদরাই নন, বিশ্বস্তরে দেশকে একাধিক পদক ও সম্মান এনে দেওয়া কুস্তিগীদের পাশে দাঁড়িয়েছেন দেশের একাধিক বর্তমান ও প্রাক্তন ক্রীড়াব্যক্তিত্বরাও। এর মাঝেই একাধিকবার পুলিশ-কুস্তিগীরদের ধস্তাধস্তির খবর, ভিডিও সামনে এসেছে।
VIDEO | "Let them fight their battle. I don't know what's happening there, I just read in the newspapers. In the sports world, I realised one thing that you don't talk about things you don't have complete knowledge of," says @SGanguly99 on wrestlers' protest. pic.twitter.com/NjsaipIkyr
— Press Trust of India (@PTI_News) May 5, 2023
আরও পড়ুন: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা