Sourav Ganguly: ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তি, ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধিত সৌরভ
Sourav Ganguly Felicitated: লর্ডসের ব্যালকানিতে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল জয়ের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি উড়ানো সকল ভারতবাসীর মনে আজও তাজা। তার দুই দশক পরে একই দিনে সংবর্ধিত হলেন সৌরভ।
![Sourav Ganguly: ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তি, ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধিত সৌরভ Sourav Ganguly felicitated by British Parliament on Natwest Trophy win 20 years anniversary Sourav Ganguly: ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তি, ব্রিটিশ পার্লামেন্ট সংবর্ধিত সৌরভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/15b9bc81cac07edbf65da419069b4ce81657786952_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ১৩ জুলাই, ২০০২, এই দিনটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট ট্রফির (Natwest Trophy) ফাইনাল জয়ের পর তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) জার্সি খুলে কথা আজও সকল ভারতবাসীর মনের তাজা। দুই দশক পরে ঠিক সেই দিনেই ব্রিটিশ পার্লামেন্টের তরফে বিশেষ সংবর্ধনা (Sourav Ganguly Felicitated) দেওয়া হল সৌরভকে।
বুধবার (১৩ জুলাই) ব্রিটিশ পার্লামেন্টেই সংবর্ধনা দেওয়া হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সৌরভ জানান ছয় মাস আগেই তাঁর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেন, ''বাঙালি হিসেবে আমায় ব্রিটিশ পার্লামেন্টের তরফে সংবর্ধনা দেওয়া হয়। পার্লামেন্টেই আমায় সংবর্ধিত করা হয়। ওরা ছয় মাস মতো আগে আমার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছিল। প্রতি বছরই ওদের তরফে কাউকে না কাউকে এই সংবর্ধনা দেওয়া হয় এবং ভাগ্যবশত এবার আমায় ওরা নির্বাচিত করে।''
সেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালের স্মৃতি কিন্তু সৌরভও এখনও স্পষ্ট মনে রেখেছেন। পাশাপাশি চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে (India vs England) রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার পারফরম্যান্সেও খুব খুশি সৌরভ। তিনি জানান, 'আমি ইনস্টাগ্রাম থেকে এই বিষয়টা (২০ বছর আগে লন্ডনেই ন্যাটওয়েস্ট ট্রফি জয়) জানতে পারি। ২০ বছর হয়ে গেল। অনেকটা সময় কেটে গিয়েছে না? ইংল্যান্ডের ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর থেকে ভাল আর কিছুই হতে পারে না। এই ভারতীয় দলও সেটা করতে সক্ষম হয়েছে। ওরা ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। ওয়ান ডে সিরিজেও ১-০ এগিয়ে রয়েছে।'
ওভালে ভারত প্রথম ওয়ান ডেতে ইংল্যান্ডকে ১০ উইকেটে দুরমুশ করে। ১১০ রানে জস বাটলারের নেতৃত্বাধীন দলকে অল আউট করে দেওয়ার পর, অধিনায়ক রোহিত এবং শিখর ধবনের ওপেনিং পার্টনারশিপে ভর করেই প্রথম ওয়ান ডে ম্যাচ ভারতের পকেটে পুরে নেয়। আজ, বৃহস্পতিবার (১৪ জুলাই) লর্ডসে দ্বিতীয় ওয়ান ডে খেলতে নামবে দুই দল। ভারতের সামনে এই ম্য়াচ জিতে সিরিজ জয়ের হাতছানি রয়েছে।
আরও পড়ুন: ''ফর্মে ফেরার রাস্তা নিজেকেই খুঁজে বের করতে হবে'', বিরাটকে পরামর্শ সৌরভের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)