এক্সপ্লোর
Advertisement
Dona Ganguly on Sourav's Health: বাবার ডায়াবিটিস ছিল, ডাক্তারের পরামর্শে চিনি-ভাত ছেড়ে দিয়েছেন সৌরভ, জানালেন ডোনা
বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ডায়াবিটিস ছিল। পাশাপাশি তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যে কারণে সৌরভকেও সতর্ক করে দিয়েছিলেন চিকিৎসকেরা। আর সেই কারণেই সৌরভ ইদানীং খাওয়াদাওয়া নিয়ে বেশ সংযত ছিলেন।
কলকাতা: চিকিৎসকেরা বারবার সতর্ক করেন, পরিবারে কারও ডায়াবিটিস থাকলে আগাম সাবধানতা অবলম্বন করতে। যে সাবধানবাণী অক্ষরে অক্ষরে মেনে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ডায়াবিটিস ছিল। পাশাপাশি তিনি একাধিকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যে কারণে সৌরভকেও সতর্ক করে দিয়েছিলেন চিকিৎসকেরা। আর সেই কারণেই সৌরভ ইদানীং খাওয়াদাওয়া নিয়ে বেশ সংযত ছিলেন। খাদ্যতালিকা থেকে বাদ দিয়েছেন চিনি ও ভাতের মতো খাবার। সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় ডায়াবিটিস আক্রান্ত ছিলেন বলে সৌরভকে মিষ্টি খেতে নিষেধ করেছিলেন ডায়েটিশিয়ানরা। সেই কারণে চিনি ও ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন সৌরভ। ওজনও কমিয়ে ফেলেছেন অনেকটাই। যে কারণে সৌরভকে আগের চেয়েও বেশি ফিট আর ঝকঝকে দেখাচ্ছে সাম্প্রতিক সময়ে।
সৌরভের ঘনিষ্ঠরা জানাচ্ছেন, ডায়েট মেনে চলেন তিনি। বিরিয়ানি খেতে ভালবাসেন। তবে ইদানীং মেপে খাওয়া দাওয়া করেন। বাল্যবন্ধু সঞ্জয় দাস বলছিলেন, ‘ও নিয়ম মেনে খাওয়া দাওয়া করে। ওর জীবনযাপন বরাবরই খুব শৃঙ্খলায় বাঁধা।’
ক্রিকেটারদের ডায়াবিটিস ও রক্তচাপজনিত সমস্যায় জর্জরিত হওয়ার ঘটনা নতুন নয়। কপিল দেবের ডায়াবিটিস রয়েছে। বিশ্বকাপজয়ী অধিনায়কেরও কিছুদিন আগে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। কিংবদন্তি ফাস্টবোলার ওয়াসিম আক্রমকে ইনস্যুলিন নিতে হয়। গুণ্ডাপ্পা বিশ্বনাথের হাইপারটেনশন রয়েছে। তবে সৌরভের ডায়াবিটিস নেই। যে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি, সেখান থেকে জানানো হয়েছে, সৌরভের রক্তচাপ ১৩০/৮০। পালস রেট প্রতি মিনিটে ৭০। যা স্বাভাবিক।
হাসপাতালে সৌরভকে দেখতে গিয়েছিলেন কন্যা সানা। তিনি সন্ধ্যা পর্যন্ত মা ডোনার সঙ্গে হাসপাতালেই আছেন। স্টেন্ট বসানোর পর সানার সঙ্গে কথা হয়েছে সৌরভের। সানা জানিয়েছেন, বাবা ভাল আছেন। তাঁকে হাল্কা খাবার দেওয়া হয়েছে।
সৌরভকে দেখতে হাসপাতালে দুপুর থেকেই বাংলার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ও সিএবি কর্তাদের ভিড়। হাসপাতালেই আছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস-সহ অনেকে। দেখতে গিয়েছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। সৌরভকে দেখে বেরিয়ে সম্বরণ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘মহারাজ ভালই আছে। দ্রুত সেরে উঠবে।’ বাংলার প্রাক্তন ক্রিকেটার অরূপ ভট্টাচার্য বললেন, ‘ওর ঘরে গিয়েছিলাম। কথা বলেছে। সুস্থ হয়ে যাবে। সকলেই প্রার্থনা করছি।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement