Ganguly Hospitalised: অসুস্থ সৌরভ, উদ্বেগ ক্রিকেটমহলে, ট্যুইট করে দ্রুত সুস্থতা কামনা নাগমা, ওয়াকার ইউনিসের
Sourav Ganguly Hospitalised: ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন সহবাগ, বিরাট, ধবনরা।
You are a strong individual Dada ????@SGanguly99 Sending prayers for a speedy recovery #GetWellSoonDada
— Waqar Younis (@waqyounis99) January 2, 2021
Praying for your speedy recovery. Get well soon ???? @SGanguly99
— Virat Kohli (@imVkohli) January 2, 2021
Praying for your speedy recovery Dada @SGanguly99 ???? Get well soon.
— Shikhar Dhawan (@SDhawan25) January 2, 2021
জাতীয় দলে সৌরভের সতীর্থ বীরেন্দ্র সহবাগও ট্যুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন। ট্যুইটে সহবাগ লিখেছেন, ‘দাদা, দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। তোমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।’ সৌরভের অপর এক প্রাক্তন সতীর্থ অনিল কুম্বলেও ট্যুইট করে সুস্থতা কামনা করেছেন। সৌরভের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন এপর এক সতীর্থ ইরফান পঠানও।
Dada , jaldi se theek hone ka.
Praying for your quick and speedy recovery @SGanguly99 .
— Virender Sehwag (@virendersehwag) January 2, 2021
Wishing you a speedy recovery Dada @SGanguly99
— Anil Kumble (@anilkumble1074) January 2, 2021
Wishing you speedy recovery dada @SGanguly99
— Irfan Pathan (@IrfanPathan) January 2, 2021
জাতীয় দলের সদস্য শ্রেয়স আয়ারও ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন। প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝাও ট্যুইট করে দ্রুত সৌরভের সুস্থতা কামনা করেছেন।
Praying for your speedy recovery Dada @SGanguly99.
— Shreyas Iyer (@ShreyasIyer15) January 2, 2021
Wishing dada a speedy recovery! @SGanguly99 ????
— Pragyan Ojha (@pragyanojha) January 2, 2021
ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও, ট্যুইট করে সৌরভের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করার কথা জানিয়েছেন।
Wishing you a speedy recovery @SGanguly99 . Get well Soon . Much prayers .
— Nagma (@nagma_morarji) January 2, 2021
অভিনেত্রী নাগমাও ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন।
Wishing @SGanguly99 a speedy recovery. Take care & god bless!
— Gautam Gambhir (@GautamGambhir) January 2, 2021
এছাড়া ট্যুইট করে সৌরভের সুস্থতা কামনা করেছেন প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। বিসিসিআই, আইসিসি, কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও ট্যুইট করে সৌরভকে শুভেচ্ছা জানানো হয়েছে।
Here's wishing the BCCI President @SGanguly99 a speedy recovery. https://t.co/EGTcOjtqxA
— BCCI (@BCCI) January 2, 2021
Wishing @SGanguly99, the Prince of Kolkata a speedy recovery ????
শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, দাদা ???????? pic.twitter.com/CXQ3H0HBeN
— KolkataKnightRiders (@KKRiders) January 2, 2021
Former India captain and current BCCI President Sourav Ganguly suffered a mild cardiac arrest earlier today. He is now in a stable condition.
We wish him a speedy recovery! pic.twitter.com/HkiwFhjyih
— ICC (@ICC) January 2, 2021