এক্সপ্লোর
Advertisement
বিসিসিআই সভাপতি পদে সৌরভই যোগ্যতম, মনে করছেন গাওস্কর
নয়াদিল্লি: সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কি এবার বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে? লোঢা কমিটির সুপারিশ কার্যকর না করায় সুপ্রিম কোর্টের নির্দেশে বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর ও সচিব অজয় শিরকে অপরাসিত হওয়ার পর এই জল্পনা তৈরি হয়েছে। কিংবদন্তী সুনীল গাওস্কর সেই জল্পনা বেড়েছে। গাওস্কর মনে করছেন, সৌরভই বিসিসিআই সভাপতি হওয়ার যৌগ্যতম ব্যক্তি।
আরও পড়ুন, দেখুন, সৌরভের বিসিসিআই সভাপতি হতে বাধা কোথায়
অনুরাগ ও শিরকে অপসারিত হওয়ার পর এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে প্রশাসনিক শূন্যতা তৈরি হয়েছে। ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি। সম্ভবত সেদিনই পরবর্তী প্রশাসকদের নাম ঘোষণা হবে। বোর্ডের শীর্ষপদে কে বসবেন, সেটা নিয়ে এখন জল্পনা চলছে।
গাওস্কর বলেছেন, ‘বিসিসিআই-এর সঙ্গে যুক্ত অনেকেই শীর্ষপদে বসার যোগ্য। আমার মাথায় যে নামটা আসছে, সেটা হল সৌরভ গঙ্গোপাধ্যায়। মনে রাখতে হবে, ১৯৯৯-২০০০ সালে যখন ম্যাচ গড়াপেটার জালে জড়িয়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট, তখন সৌরভকে ভারতীয় দলের অধিনায়ক করা হয়। তিনি সেই অবস্থা থেকে দলকে ঘুরে দাঁড়িয়েছিলেন।’
বিসিসিআই সভাপতি হওয়ার ক্ষেত্রে বয়স, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং প্রশাসনিক অভিজ্ঞতা সৌরভের পক্ষে। ফলে তিনি ভারতীয় ক্রিকেট প্রশাসনের শীর্ষপদে বসতেই পারেন। তবে স্বয়ং সৌরভ বলছেন, এ বিষয়ে এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করা ঠিক হবে না।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement