Sourav Ganguly Exclusive: শিক্ষার ছবি পাল্টাতে তৎপর সৌরভ, আনছেন বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ
BCCI: সৌরভ গঙ্গোপাধ্যায় এবার শিক্ষাব্যবস্থার ছবি পাল্টাতে তৎপর হলেন। খুব শীঘ্রই তিনি আনতে চলেছেন একটি বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ। যেখানে ছাত্র-ছাত্রীদের টিউশনের ব্যবস্থা করা হবে।
কলকাতা: করোনা অতিমারী হোক বা আমফানের তাণ্ডব, সাহায্যের আশ্বাস নিয়ে বারবার হাজির হয়েছেন। দেখিয়ে দিয়েছেন, ক্রিকেটের বাইশ গজের বাইরে সাধারণ মানুষের জন্যও 'দাদাগিরি' করা যায়।
সেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবার শিক্ষাব্যবস্থার ছবি পাল্টাতে তৎপর হলেন। খুব শীঘ্রই তিনি আনতে চলেছেন একটি বিশ্বব্যাপী টিউটোরিয়াল অ্যাপ। যেখানে ছাত্র-ছাত্রীদের টিউশনের ব্যবস্থা করা হবে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, এই অ্যাপটি গোটা বিশ্বে উপলব্ধ হবে। এবং এখানে বিভিন্ন ভাষায় পড়াশোনার সুবিধাও পাওয়া যাবে।
বুধবার সন্ধ্যায় এবিপি লাইভকে সৌরভ বলেন, 'হ্যাঁ, একটি বিশ্বব্যাপী এডুকেশনাল অ্যাপ আনতে চলেছি। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।'
জানা গেল, ইংরেজি তো থাকবেই, পাশাপাশি এই টিউটোরিয়াল অ্যাপে বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পড়াশোনা করার সুবিধা থাকবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দফতর থেকে তাঁর আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য জানালেন, ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দির মতো বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও পড়াশোনার ব্যবস্থা থাকবে এই টিউটোরিয়াল অ্যাপে।
বুধবার বিকেলে সৌরভ ট্যুইট করে জানান যে, ক্রিকেট মাঠে দীর্ঘ ৩০ বছরের সফরের পর অন্যরকম কিছু করার কথা ভাবছেন। মানুষের জন্য কিছু করার কথা ভাবছেন। তিনি সকলের সমর্থনও প্রার্থনা করেন।
সৌরভের সেই ট্যুইটের পর তেকে জল্পনা ছড়িয়ে পড়ে যে, তিনি কি তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রেসিডেন্ট পদ ছাড়ছেন? মানুষের জন্য কিছু করার কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন সৌরভ। জল্পনা শুরু হয় যে, তাহলে কি সক্রিয় রাজনীতিতে নামছেন জাতীয় দলের কিংবদন্তি অধিনায়ক?
সৌরভ নিজেই অবশ্য সব জল্পনায় জল ঢেলে দিয়েছেন। এবিপি লাইভকে জানিয়েছেন, তিনি শীঘ্রই টিউটোরিয়াল অ্যাপ আনতে চলেছেন।
করোনাকালে উদ্যোগী হয়ে প্রচুর মানুষের টিকাকরণের ব্যবস্থা করেছিলেন সৌরভ। পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর দান করেন। যে যন্ত্রের সাহায্যে বাতাস থেকে সরাসরি অক্সিজেন তৈরি করে নেওয়া যায়। আমফান ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্তদের খাবারের ব্য়বস্থা করা থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া, সৌরভকে বরাবর সচেষ্ট থাকতে দেখা গিয়েছে।
ক্রিকেট নিয়ে ব্য়স্ততার মধ্যেও যে তিনি সমাজ নিয়ে সচেতন, ফের একবার দেখালেন সৌরভ।