Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকিতে জাপানকে হারিয়ে ব্রোঞ্জ জয় ভারতের
Indian Hockey Team: বুধবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ব্রোঞ্জ ট্রফি জয় নিশ্চিত করে ফেললেন ভারতীয় হকি খেয়োয়াড়েরা।
নয়াদিল্লি: এশিয়া কাপ হকি (Asia Cup Hockey) থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় দলকে (Indian Hockey Team)। বুধবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে ব্রোঞ্জ ট্রফি জয় নিশ্চিত করে ফেললেন ভারতীয় হকি খেয়োয়াড়েরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল করে ভারতকে এগিয়ে দেন রাজকুমার পাল। গোটা ম্যাচে আর সেই গোল শোধ করতে পারেনি জাপান। ম্যাচে মোট ১১টি পেনাল্টি কর্নার পায় জাপান। ভারত সেখানে দুটি পেনাল্টি কর্নার পায়।
গ্রুপ পর্বে মাঝেমধ্যে ছন্নছাড়া দেখালেও সুপার ফোরে আগাগোড়া ধারাবাহিকতা দেখায় ভারতীয় হকি দল। তবে দুর্ভাগ্যের বিষয় যে, ভালো খেলেও ফাইনালে ওঠা হয়নি গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতের। গোল পার্থক্যের নিরিখে হাতছাড়া হয় খেতাবি লড়াইয়ের টিকিট।
জাকার্তা থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় দলকে। তারা ব্রোঞ্জ পদক সঙ্গে নিয়েই দেশে ফিরছে। বুধবার ব্রোঞ্জ মেডেল ম্যাচে ভারত ১-০ গোলে পরাজিত করে জাপানকে। ভারতের হয়ে ম্যাচের প্রথম কোয়ার্টারেই একমাত্র গোলটি করেন রাজকুমার পাল। ৬ মিনিটের মাথায় জাপানের জালে বল জড়িয়ে দেন তিনি।
Cheer on our team as they compete for the Bronze Medal against Japan at the Hero Asia Cup 2022 in Jakarta, Indonesia.
— Hockey India (@TheHockeyIndia) June 1, 2022
Proudly comment ‘Team India🏑’#IndiaKaGame #HockeyIndia #HeroAsiaCup #MatchDay #INDvsJPN @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI pic.twitter.com/8yRKxciMFV
তৃতীয় স্থান নির্ণায়ক প্লে-অফের আগে জাপানের বিরুদ্ধে একবার গ্রুপ লিগে এবং একবার সুপার ফোরে মাঠে নামে ভারত। গ্রুপ লিগের ম্যাচে জাপানের কাছে ২-৫ গোলে হেরে যায় ভারতীয় দল। তবে সুপার ফোরে জাপানকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা। ব্রোঞ্জ মেডেল ম্যাচ মিলিয়ে টুর্নামেন্টে তৃতীয়বার জাপানের বিরুদ্ধে সম্মুখসমরে নামে ভারত। দু'বার তারা পর্যুদস্ত করে জাপানিদের।
আরও পড়ুন: ক্লে কোর্টে দাপট অব্যাহত, বিশ্বের এক নম্বর জকোভিচকে হারালেন নাদাল