Sourav Ganguly: বিশ্ব কাঁপানো পাঁচ তরুণের সঙ্গে সৌরভ, সোনালি স্মৃতি উসকে দিল ছবি
Team India: অধিনায়ক হিসাবে দলকে এক সুতোয় গাঁথেন সৌরভ। তার আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট মানে ছিল ব্যক্তিগত নৈপুণ্যের খেলা।
কলকাতা: গড়াপেটা কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) তখন ছত্রভঙ্গ। মাঠে গিয়ে খেলা দেখবেন কী, সাধারণ মানুষের মনে ক্রিকেটের বিশ্বাসযোগ্যতা নিয়েই গভীর ক্ষত। টালমাটাল সেই পরিস্থিতিকে মনে করা হয় ভারতীয় ক্রিকেটের অভিশপ্ত অধ্যায়। আর অন্ধকার সেই পর্বে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয় বেহালার বীরেন রায় রোডের এক বাঁহাতি ব্যাটারকে।
সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ততদিনে ক্রিকেটের সব ফর্ম্যাটে নিজের জায়গা পাকা করে নিয়েছেন মহারাজ। সেই সঙ্গে পরিচয় দিয়েছেন তাঁর ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কেরও। অধিনায়ক হিসাবে দলকে এক সুতোয় গাঁথেন সৌরভ। তার আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেট মানে ছিল ব্যক্তিগত নৈপুণ্যের খেলা। কখনও কপিল দেব, তো কখনও সুনীল গাওস্কর, কখনও দিলীপ বেঙ্গসরকর, তো কখনও এরাপল্লি প্রসন্ন, বিষাণ সিংহ বেদী, ভগবৎ চন্দ্রশেখর ও এস বেঙ্কটরাঘবনের বিখ্যাত স্পিন চতুর্ভুজ ভারতকে ম্যাচ জেতাত।
সৌরভ অধিনায়ক হিসাবে দায়িত্ব নিয়েই বুঝিয়ে দেন যে, দলের সাফল্যের নেপথ্যে থাকতে হবে সম্মিলিত ভূমিকা। সকলকে অবদান রাখতে হবে। দলীয় সংহতিই জয়ের সেরা অস্ত্র। সৌরভের হাত ধরেই ভারতীয় ক্রিকেট দল হয়ে ওঠে টিম ইন্ডিয়া। পরে যে পরম্পরা বহন করে নিয়ে যান রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে বা তাঁদেরও পরে মহেন্দ্র সিংহ ধোনিরা।
সৌরভের সেই টিম ইন্ডিয়ায় একত্রে বিকশিত হয়েছিল এক ঝাঁক তরুণ প্রতিভা। যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ ও জাহির খান। প্রত্যেকেই ক্রিকেট মাঠে প্রতিভার সাক্ষর রেখেছেন। হয়ে উঠেছেন ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ন্যাটওয়েস্ট ট্রফি জয়, পাকিস্তানকে পাকিস্তানে গিয়ে হারানো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী, বিশ্বকাপের ফাইনালে ওঠা, স্টিভ ওয়র অস্ট্রেলিয়ার অশ্বমেধ হ্যাঁচকা টানে মাটিতে নামিয়ে আনা, ভারতীয় ক্রিকেটকে অনেক অবিস্মরণীয় মণিমুক্তো উপহার দিয়েছে সৌরভের সেই দল।
আর সোনালি সেই স্মৃতিই উসকে দিলেন মহারাজ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট রেছেন সৌরভ। সেখানে মধ্যমণি তিনি। সঙ্গে রয়েছেন পাঁচ তরুণ। যুবরাজ সিংহ, মহম্মদ কাইফ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ ও জাহির খান। সেই ভারতীয় দলের নিউক্লিয়াস। প্রত্যেকের উত্থান ও প্রতিষ্ঠার নেপথ্যেই রয়েছে সৌরভের হাত। ছবিতে সকলকেই দেখা যাচ্ছে ক্যাজুয়াল পোশাকে। সৌরভ ক্যাপশনে লিখেছেন, 'দ্য বয়েজ়।' সঙ্গে হ্যাশট্যাগে থ্রো ব্যাক থার্স ডে। একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের সময় তোলা হয়েছিল ছবিটি।
ছবিটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা লেখেন, এটাই সেরা ভারতীয় দল।
আরও পড়ুন: মৃত্যুর পরেও ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়ে চলেছেন সচিনের কোচ! যশস্বীর সাফল্যের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।