Sourav Promote ISL: ২২ গজে নয়, আইএসএলের প্রচারে নেমে পড়লেন সৌরভ, ভাইরাল ভিডিও
Sourav Promote ISL: এই পরিস্থিতিতে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই আগে থেকেই এটিকে মোহনবাগানের যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
মুম্বই: আইপিএল শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। টি-টোয়েন্টি বিশ্বকাপও শেষের দিকে। কিন্তু তাতেও দম ফেলার ফুসরত নেই সৌরভ গঙ্গোপাধ্যায়র। বিসিসিআই সভাপতি এবার ফুটবলের প্রচারে নেমে পড়লেন। আগামী ১৯ নভেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে। তার আগে সম্প্রতি টুর্নামেন্টের প্রোমো রিলিজ করেছে। সেখানে দেখা গেল সৌরভকে। সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও প্রোমেো প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে সৌরভ বলছেন, 'কাম অন বেঙ্গল, আবার লেটস ফুটবল।'
Start of a new season ..hero indian super league ..come on bengal abar let's football @IndSuperLeague pic.twitter.com/6bhG0BhFJ2
— Sourav Ganguly (@SGanguly99) November 9, 2021
স্বার্থের সংঘাতের ইস্যু। আর তাঁর জন্যই আইএসএল দল এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরের সবরকম পদ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই মুহূর্তে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ। তার ওপর আবার আইএসএলে এটিকে কলকাতার মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবার আইপএলেও দল কিনেছে। লখনউয়ের দলটির মালিকানা এবার সঞ্জীব গোয়েঙ্কার আরপি গ্রুপ। সিসিভি গ্রুপের দখলে আমদাবাদ ও সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপে দখলে লখনউ থেকে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আইপিএলে খেলবে আগামী মরসুমে। এই পরিস্থিতিতে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই আগে থেকেই এটিকে মোহনবাগানের যাবতীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
আইএসএলের নতুন মরসুম শুরু হবে কিছুদিন পরেই। তার আগেই পুরস্কারমূল্যে বড়সড় রদবদল। লিগশিল্ড জয়ীদের পুরস্কার মূল্য বাড়ছে, শুক্রবার ক্লাবগুলির জন্য এই খুশির খবর ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। শুক্রবার একলাফে তিন কোটি টাকা বাড়ানো হচ্ছে লিগ শিল্ডজয়ীদের আর্থিক পুরস্কারের অঙ্ক।
এতদিন পর্যন্ত লিগ শিল্ড খেতাব হিসেবে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হত। ২০১৯-২০ মরসুম থেকে যা চালু করেছে এফএসডিএল। সঙ্গে দেওয়া হত শিল্ড। তবে এবার সেই আর্থিক পুরস্কারের অঙ্কেই বৃদ্ধি। এই মরসুম থেকে লিগ তালিকায় এক নম্বরে থাকা দল পাবে সাড়ে তিন কোটি টাকা। এছাড়াও লিগ টেবলের শীর্ষস্থানীয় দল শুধু লিগ শিল্ড ও আর্থিক পুরস্কারই পায় না। এশিয়ার সর্ববৃহৎ ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগও পায়।
আরও পড়ুন: রান করা ছাড়া ভারতের হয়ে খেলতে আর কী করতে হবে? দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ হরভজন