South Africa Squad: রাবাডা-বাভুমাদের নিয়ে ভারত সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
South Africa's Tour to India: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া তারকাদের যাচাই করে নেওয়াই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের।
জোহানেসবার্গ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) আগে ভারত সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া তারকাদের যাচাই করে নেওয়াই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার নির্বাচকদের। সে কারণেই টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েই ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
ভারত সফরে ওয়ান ডে সিরিজের জন্য ঘোষিত ১৫ জনের দলেও বিশেষ কোনও বদল নেই। টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররাই ওয়ান ডে সিরিজে মাঠে নামবেন। মাত্র ২টি পরিবর্তন রয়েছে ওয়ান ডে দলে। ওয়ান ডে দলে সুযোগ পেয়েছেন অ্যান্ডিল ফেলুকওয়াও ও জানেমন মালান। নাম নেই রিলি রসৌ ও ট্রিস্টান স্টাবসের।
View this post on Instagram
View this post on Instagram
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রীজা হেনড্রিক্স, এনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, এনরিখ নোখিয়া, ওয়েন পার্নেল, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা, রিলি রসৌ, তাবারেজ শামসি, ট্রিস্টান স্টাবস, বর্ন ফরচুইন, মারকো জানসেন ও অ্যান্ডিল ফেলুকওয়াও।
ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রীজা হেনড্রিক্স, এনরিখ ক্লাসেন, জানেমন মালান, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুনগি এনগিডি, এনরিখ নোখিয়া, ওয়েন পার্নেল, অ্যান্ডিল ফেলুকওয়ায়, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাডা ও তাবারেজ শামসি।
আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা