IND vs SA: মিলারকে না খেলানোর পরামর্শ প্রোটিয়া টিম ম্যানেজমেন্টকে, কেন এমন বললেন ভুবনেশ্বর?
IND vs SA 2022:নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছিল ভারতকে। আজ কটকের বারাবাটি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ২ দল।
কটক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ভারতীয় বোলিং লাইন আপের বিরুদ্ধে মারমুখি ব্যাটিং করে প্রোটিয়া বাহিনীকে জয় এনে দিয়েছেন ডেভিড মিলার। তাঁর ৩১ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসটিই দক্ষিণ আফ্রিকার জয়ের ভিত গড়ে দেয়। এবার দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ভারতীয় দলের সাংবাদিক বৈঠকে ভুবনেশ্বর কুমারের একটি বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে।
কী বলেছিলেন ভুবনেশ্বর?
আজ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ। তার আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভুবনেশ্বর কুমার মিলারকে নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ''একজন বাঁহাতি ব্য়াটার যে এমন ফর্মে রয়েছেন, তাঁর বিরুদ্ধে ১৮ তম ওভারে বল করাটা সত্যিই খুব চাপের। আমি তো চাইব যে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট যেন মিলারকে বসিয়ে দেয়, কিন্তু ওঁরা এটা করবে না (মুখে হাসি)। মিলার আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন। আমরা জানি ওঁ কি করতে পারে।''
View this post on Instagram
বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে আঘাত হেনেছিলেন ভুবনেশ্বর। কিন্তু ডেথ ওভারে একেবারেই আশাপ্রদ বোলিং করতে পারেননি ভুবি।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দেশকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত, লভলিনা