Shahbaz Nadeem: আইপিএল শুরুর মুখেই ক্রিকেটকে বিদায় বিদায় জানালেন শাহবাজ
Shahbaz Nadeem Retirement: জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ টো টেস্ট। ২০১৯ সালে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট অভিষেক হয়।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটার হিসেবে নিজের কেরিয়ার শেষ করলেন শাহবাজ নাদিম (Shahbaz Nadeem)। বিশ্বজুড়ে টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে চান। আর তাই অবসরের সিদ্ধান্ত নিলেন জাতীয় দলে খেলা এই স্পিনার। ঝাড়খণ্ডের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলতেন শাহবাজ। ঝুলিতে পুরেছেন মোট ৫৪২ উইকেট। বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি লিগে খেলতে চান তিনি এবার।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলেও সেই অর্থে ধারাবাহিক সুযোগ পাননিম জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ টো টেস্ট। ২০১৯ সালে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ঘরের মাঠে টেস্ট অভিষেক হয় নাদিমের। চোট পাওয়া কুলদীপ যাদবের বদলি হিসেবে ডাক পড়েছিল নাদিমের। সুযোগেই ৪০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন তিনি। ম্য়াচেও বড় ব্যবধানে জয় পেয়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্ট খেলার জন্য তাঁকে প্রায় দু বছর এরপর অপেক্ষা করতে হয়। ৩৪ বছরের এই ক্রিকেটার জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরেই অবসরের ভাবনা চিন্তা করছিলেন। জাতীয় দলের দরজা যে তাঁর জন্য পুরো বন্ধই প্রায় তা বুঝতে পেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাদিম।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নাদিম বলেছেন, ''আমি এটা বুঝতে পারছিলাম যে, টিম ইন্ডিয়ার হয়ে আমি আর খেলার সুযোগ পাব না। কারণ সোজা কথা হল, নির্বাচকদের যে পরিকল্পনা, আমি তার অংশ নই। কারণ দেশে নতুন প্রতিভাবান প্রচুর ক্রিকেটার রয়েছেন। তারা মুখিয়ে রয়েছে জাতীয় দলের হয়ে খেলতে।'' কিছুটা হতাশা নিয়েই নাদিম আরও বলেন, ''দেশের হয়ে যদি খেলার সুযোগ থাকত, তা হলে আমি আরও খেলা চালিয়ে যেতাম। তবে আমি ভবিষ্যতে যে সেই রকম সুযোগ পাব, তার কোনও আশা দেখছি না। আর সেই কারণেই আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিভিন্ন লিগে এবার নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই।''
ঘরোয়া ক্রিকেটে এক বিরল স্পেল রয়েছে নাদিমের ঝুলিতে। ২০৮-১৯ বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ ক্রিকেটে এক রেকর্ডের মালিক হন নাদিম। মাত্র ১০ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন রাজস্থানের বিরুদ্ধে একটি ম্য়াচে। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (এখন যা দিল্লি ক্যাপিটালস) ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। এই টুর্নামেন্টে ঝুলিতে পুরেছেন মোট ৭২ ম্য়াচ খেলে ৪৮ উইকেট ঝুলিতে পুরেছিলেন।