এক্সপ্লোর

Sports Highlights: রোহিতের সেঞ্চুরি, রঞ্জিতে চালকের আসনে বাংলা, খেলার দুনিয়ার সারাদিন

Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।

কলকাতা: নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রানের লিড নেওয়ার পথে ভারত (Ind vs Aus)। রোহিত শর্মার (Rohit Sharma) সেঞ্চুরি। রঞ্জিতে (Ranji Trophy) ভাল জায়গায় বাংলা। খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।

চালকের আসনে ভারত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট (IND vs AUS 1st Test) ম্যাচের প্রথম দিনে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) দুরন্ত বোলিংয়ে ভর করে ভারত এমনিই ম্যাচে এগিয়ে ছিল। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্য়াচে নিজেদের দখল আরও মজবুত করল টিম ইন্ডিয়া। অজিদের হয়ে নিজের অভিষেক ম্যাচে টড মার্ফি পাঁচ উইকেট নিলেও, ভারতের হয়ে এদিন ব্যাট হাতে রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত শতরান হাঁকান। দিনের শেষবেলায় অষ্টম উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল (Axar Patel)। সাত উইকেটের বিনিময়ে ৩২১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করল টিম ইন্ডিয়া।

রোহিতের সেঞ্চুরি

৭৭ রানে এক উইকেট থেকে দিনের শুরুটা করেছিল ভারতীয় দল। শুরুটা ঠিকঠাক করলেও আর অশ্বিন (২৩), চেতেশ্বর পূজারা (৭), সূর্যকুমার যাদব (৮) কেউই বড় রানের ইনিংস খেলতে পারেননি। ছন্দে থাকা বিরাট কোহলির থেকে বড় রানের আশায় ছিল ভারতীয় সমর্থকরা। তবে বিরাটও ব্যর্থ হন। লাঞ্চের পরে প্রথম বলেই সাজঘরে ফেরেন বিরাট। পরপর তিন উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে এই পরিস্থিতি থেকেই ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যান রোহিত-জাডেজা।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শতরান হাঁকান রোহিত শর্মা। নিজের নবম টেস্ট শতরানের মাধ্যমেই ইতিহাসও গড়ে ফেলেন রোহিত। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে তিন ফর্ম্যাটেই শতরান করেন রোহিত। সপ্তম উইকেটে ৬১ রান যোগ করেন জাডেজা-রোহিত। দুইজনে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে চা বিরতির পর প্রথম ওভারেই রোহিতকে ১২০ রানে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। অভিষেক ঘটানো কেএস ভরতও (৮) বড় রান করতে পারেননি।

হাঁটছেন পন্থ

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হওয়ার পরই তাঁকে নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা ক্রিকেটবিশ্ব। প্রার্থনা করছিলেন সমস্ত প্রাক্তন, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। কিছুদিন আগে জানা গিয়েছিল, তাঁর হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে।

অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।

শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার। তাতে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট ও কালো শর্টস। ডান পায়ে হাঁটু থেকে প্রায় গোড়ালি অবধি ব্যান্ডেজ জড়ানো। সেই পায়ে চটিও পরতে পারেননি। অন্য পায়ে একটি চপ্পল পরেছেন।

ছবিদুটি পোস্ট করে পন্থ লিখেছেন, 'সামনের দিকে এক পা, আরও শক্তিশালী হওয়ার দিকে এক পা, আরও ভাল থাকার দিকে এক পা...'। পন্থের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। লেখালিখি শুরু হয়ে গিয়েছে, পন্থ ইজ ব্যাক। ভক্তরা প্রার্থনা করছেন, এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পালা। সুস্থ হয়ে মাঠে নামার পালা।

প্রয়াত গৌতম

প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার গৌতম সোম (সিনিয়র) (Bengal Cricket News)। দীর্ঘদিন রোগভোগের পর শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গৌতম রেখে গেলেন স্ত্রী ও পুত্রকে।

ম্যাচের রাশ বাংলার হাতে

প্রায় ৯ বছর আগে যে মাঠে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল, ইনদওরের সেই হোলকার স্টেডিয়ামে শাপমোচনের পথে বাংলা (Ben vs MP)। মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে চালকের আসনে মনোজ তিওয়ারিরা (Manoj Tiwary)। শুক্রবার, ম্যাচের তৃতীয় দিনের শেষে ৩২৭ রানের বিশাল লিড বাংলার পকেটে। হাতে এখনও রয়েছে ৮ উইকেট। সব কিছু ঠিকঠাক চললে এখান থেকে বাংলার ফাইনালে ওঠা কার্যত সময়ের অপেক্ষা।

সৌরাষ্ট্রের প্রত্যাবর্তন

ময়ঙ্ক অগ্রবালের (Mayank Agarwal) দুরন্ত ডাবল সেঞ্চুরি। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে কর্নাটকের ৪০৭ রান তোলা। জবাবে ব্যাট করতে নেমে ৯২/৩ হয়ে যাওয়া সৌরাষ্ট্র। অনেকে ধরেই নিয়েছিলেন যে, ঘরোয়া ক্রিকেটের মহাশক্তিধর কর্নাটক ফের একবার রঞ্জি ফাইনালে উঠতে চলেছে।

কিন্তু সেখান থেকেই উলটপুরাণ। নাটকীয়ভাবে ম্যাচে ঘুরে দাঁড়াল সৌরাষ্ট্র। চতুর্থ উইকেটে ২৩২ রানের পার্টনারশিপ গড়লেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক সময় আইপিএলে খেলা শেলডন জ্যাকসন ও অধিনায়ক অর্পিত বাসবডা। দুজনই সেঞ্চুরি করলেন। চার নম্বরে নেমে ২৪৫ বলে ১৬০ রানের ইনিংস খেললেন শেলডন। তাঁর ইনিংসে রয়েছে ২৩টি চার ও দুটি ছক্কা। পাশাপাশি সেঞ্চুরি করেছেন অধিনায়ক অর্পিতও। শেলডন ফিরলেও, এখনও ক্রিজে রয়েছেন অর্পিত। ২১৯ বলে ১১২ রান করে। গোটা ইনিংস ১৫টি বাউন্ডারি দিয়ে সাজিয়েছেন তিনি।

অর্পিতের সঙ্গে ক্রিজে রয়েছেন চিরাগ জানি। ৪২ বলে ১৯ রান করে ক্রিজে রয়েছেন তিনি। অবিচ্ছেদ্য পঞ্চম উইকেটে ৪০ রান যোগ করে ফেলেছেন দুজনে। কর্নাটকের প্রথম ইনিংসের স্কোরের চেয়ে আর মাত্র ৪৩ রানে পিছিয়ে সৌরাষ্ট্র। ম্যাচের বাকি পুরো দুদিন। এখান থেকে অলৌকিক কিছু না হলে প্রথম ইনিংসের লিড নেওয়া সমস্যা হওয়ার কথা নয় সৌরাষ্ট্রের। আর ম্যাচের সরাসরি ফয়সালা না হলে, প্রথম ইনিংসে লিড নিতে পারলে ফাইনালে পৌঁছনোর দৌড়ে এগিয়ে থাকবে সৌরাষ্ট্রই।

জাডেজার যুক্তি

পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন, আর সেই ম্যাচের প্রথম ইনিংসেই পাঁচ উইকেট। জাতীয় দলে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) প্রত্যাবর্তনটা স্বপ্নের মতোই হয়েছে। কিন্তু দুরন্ত বোলিং করলেও, প্রথম দিনের খেলা (IND vs AUS 1st Test) শেষে জাডেজার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে অজি মিডিয়া। ভাইরাল হওয়া এক ভিডিওতে বল করার আগে মহম্মদ সিরাজের দিকে এগিয়ে যেতে দেখা যায় জাডেজাকে। তারপর সিরাজের হাত থেকে কিছু একটা নিয়ে আঙুলে ঘষতে দেখা যায় ভারতের তারকা বোলারকে।

প্রাক্তনীদের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই গোটা ঘটনাটি নিয়ে আরও জলঘোলা শুরু হয়। তবে জাডেজার ব্যবহৃত এই ক্রিম নিয়ে ম্যাচ রেফারিকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের তরফে। ভারতীয় দল রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে জানায় যে জাডেজা হাতের ব্যাথা নিরাময় করার জন্যই তিনি ওই ক্রিমের ব্যবহার করেছিলেন। খবর অনুযায়ী, প্রথম দিনের খেলা শেষে পাইক্রফ্ট দ্রুতই ভারতীয় দলের ম্যানেজারকে ডেকে এই ঘটনার ভিডিওটি দেখান। ম্যাচ রেফারি কেবল ভারতীয় দলের থেকে ঘটনার বিষয়টি জানাতে চেয়েছিলেন। জাডেজাকে কোনওরকম শাস্তি দেওয়া হয়নি। 

আরও পড়ুন: Exclusive: নীরজ চোপড়ার কথায় গায়ে কাঁটা দিয়েছিল, আইপিএলের নিলাম এখন পাখির চোখ বিশ্বকাপজয়ী বঙ্গকন্যার

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
Pranab Mukherjee Memorial: প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
Advertisement
ABP Premium

ভিডিও

Nepal Earthquake: কেন হয় ভূমিকম্প? কী বলছেন বিশেষজ্ঞরা?Sare Sattai Saradin: সীমান্তে BSF-কে কাঁটাতার দিতেও বাধা BGB-রMadhyamik 2025: অঙ্কে ১০০-য় ১০০ পেতে প্রশ্ন কমন আসবে কি?কোন চ্যাপ্টারে কোনটি সাজেশন,লাস্ট মিনিট টিপসBangladesh News: কাঁটাতার দেওয়া নিয়ে বেনজির সংঘাত, সীমান্তে মুখোমুখি BSF-BGB

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News: ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ভূমিকম্প হলে কলকাতার কোন কোন এলাকা বিধ্বংসী আকার ধারণ করবে ? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
West Bengal News Live: কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা
Pranab Mukherjee Memorial: প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্র, 'চাইতে নেই, অর্জন করতে হয়', মনমোহন-পর্ব নিয়ে কংগ্রেসকে বিঁধলেন কন্যা
Cyber Fraud : সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
সাবধান ! এই ১৪ উপায়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা 
Aadhaar Card : আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
আপনার আধার কার্ডে একের বেশি মোবাইল সিম তুলেছেন ! কী হতে পারে জানেন ? 
Bangladesh News: দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি, বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে কুপিয়ে 'খুন', 'একটা বার্তা দেওয়া হচ্ছে..' !
দোকান বন্ধ করে ফিরছিলেন বাড়ি, বাংলাদেশের ঝালকাঠিতে হিন্দু যুবককে কুপিয়ে 'খুন', 'একটা বার্তা দেওয়া হচ্ছে..' !
Donald Trump on Canada: সীমা সম্প্রসারণে পথে ট্রাম্প? কানাডা কি নিয়ে নেবে আমেরিকা? একের পর এক মন্তব্যে বাড়ছে উদ্বেগ
সীমা সম্প্রসারণে পথে ট্রাম্প? কানাডা কি নিয়ে নেবে আমেরিকা? একের পর এক মন্তব্যে বাড়ছে উদ্বেগ
Tibet Earthquake Reason: প্রকৃতি বড় নির্দয় এখানে, ঘন ঘন কেঁপে ওঠে মাটি, নিদারুণ অতীতের জন্যই এত যন্ত্রণা তিব্বতের
প্রকৃতি বড় নির্দয় এখানে, ঘন ঘন কেঁপে ওঠে মাটি, নিদারুণ অতীতের জন্যই এত যন্ত্রণা তিব্বতের
Embed widget