এক্সপ্লোর
Sania Mirza Shoaib Malik: ছেলে থাকেন সানিয়ার সঙ্গে, শোয়েবের সঙ্গে দেখা হয় ইজহানের? কেমন সম্পর্ক পিতা-পুত্রের?
Sania Mirza Divorce: সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন শোয়েব। সানা জাভেদকে বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

সুখের সে দিন। সপরিবার সানিয়া-শোয়েব। - সানিয়ার ফেসবুক থেকে নেওয়া ছবি
1/10

একজন ভারতীয় টেনিসের কিংবদন্তি। অন্যজন, পাকিস্তানের ক্রিকেটের মহাতারকা। সানিয়া মির্জা ও শোয়েব মালিক।
2/10

দুজনের রূপকথার প্রেম, বিয়ে। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিচ্ছেদ হয়ে গিয়েছে সানিয়া ও শোয়েবের।
3/10

সানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন ইনিংস শুরু করেছেন শোয়েব। সানা জাভেদকে বিয়ে করেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।
4/10

সানিয়া ও শোয়েবের এক পুত্রসন্তান ইজহান। মায়ের সঙ্গেই থাকে ইজহান। সানিয়াকে সব সময়ই দেখা যায় ছেলের সঙ্গে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
5/10

ইজহানের কাস্টডি রয়েছে সানিয়ার কাছেই। কিন্তু শোয়েবকে কেন ছেলের সঙ্গে দেখা যায় না? ইজহানের সঙ্গে কি দেখা করেন শোয়েব?
6/10

ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন শোয়েব। রমজান উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে গিয়ে শোয়েব বলেছেন, 'আমার সঙ্গে ইজহানের সম্পর্ক বন্ধুর মতো। আমি ওকে 'ব্রো' বলে ডাকি। ও-ও আমাকে ব্রো বলে।'
7/10

সানিয়া এখন ভারতে থাকেন না। তিনি মরুদেশ দুবাইয়ে থাকেন। ইজহান পড়াশোনা করে দুবাইয়ের স্কুলে।
8/10

শোয়েব জানিয়েছেন, তিনি মাসে দুবার করে ছেলের সঙ্গে দেখা করেন। দুবাইয়ে তিনি ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসাও করেন।
9/10

শোয়েব জানিয়েছেন, তাঁর সঙ্গে ছেলের দারুণ মিল। খেলাধুলো নিয়ে দারুণ আগ্রহ ইজহানের।
10/10

শোয়েব জানিয়েছেন, রোজ ভিডিও কলে ছেলের সঙ্গে কথা হয় তাঁর। খেলাধুলো নিয়ে প্রচুর গল্প হয়। ছবি - সানিয়া মির্জার ফেসবুক থেকে নেওয়া
Published at : 17 Mar 2025 02:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ফ্যাক্ট চেক
Advertisement
ট্রেন্ডিং
