Sports Highlights: সিরিজে এগিয়ে গেল ভারত, আইএসএলের লিগ শিল্ডজয়ী মুম্বই, খেলার সারাদিনের সেরা খবরগুলি
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংস ও ১৩২ রানে দাপটে জয় পেল ভারতীয় দল। গোয়াকে ৫-৩ হারিয়ে আইএসএল লিগ শিল্ড জিতল মুম্বই সিটি এফসি। এক নজরে খেলার সারাদিনের সব খবর।
এগিয়ে গেল ভারত
বর্ডার-গাওস্কর ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত (Rohit Sharma) বাহিনী। ২২৩ রানের লিড নিয়েছিল ভারত প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্য়াট করতে নেমে মাত্র ৯১ রানে অল আউট হয়ে যায় কামিন্স বাহিনী। ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।
অনুষ্টুপের দাপট
রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে খেলা কার্যত নিশ্চিত করে ফেলল বাংলা (Ben vs MP)। সেই সঙ্গে গতবারের চ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে বিদায়ও কার্যত বাঁধা। অলৌকিক কিছু না ঘটলে খালি হাতেই ফিরতে হবে রজত পতিদার-বেঙ্কটেশ আইয়ারদের। কারণ, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৫৪৭ রানের বিশাল লিড নিল বাংলা। এখনও ব্যাট করছে বাংলা। দ্বিতীয় ইনিংসে এখনও হাতে রয়েছে এক উইকেট। কাল, রবিবার ম্যাচের শেষ দিন। মধ্যপ্রদেশের পক্ষে একদিনে প্রায় সাড়ে পাঁচশো রান তাড়া করে জেতা কার্যত অলীক। মনোজ তিওয়ারিদের ফাইনালে ওঠা এখন স্রেফ সময়ের অপেক্ষা।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিন খেলা শেষ হয়েছিল যখন, বাংলার স্কোর ছিল ৫৯/২। ৩২৭ রানের লিড নিয়েছিল বাংলা। তখনই বোঝা যাচ্ছিল যে, ম্যাচের রাশ বাংলারই হাতে। শনিবার, ম্যাচের চতুর্থ দিন সেই লিড বাড়িয়ে ৫৪৭ রানের করে ফেলল বাংলা। চতুর্থ দিনের শেষে বাংলার স্কোর ২৭৯/৯। সারাদিন ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২২০ রান যোগ করল বাংলা। প্রথম ইনিংসের মতো, দ্বিতীয় ইনিংসেও বাংলার নায়ক অনুষ্টুপ। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ইনিংসে হুগলির ক্রিকেটার করলেন ৮০ রান। তিনিই দ্বিতীয় ইনিংসে বাংলার সর্বোচ্চ স্কোরার। ৭টি বাউন্ডারি মেরেছেন অনুষ্টুপ। ভাঙা আঙুল নিয়েও যিনি ব্যাট করে যাচ্ছেন।
জাডেজার শাস্তি
ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (IND vs AUS 1st Test) মাধ্যমেই পাঁচ মাস পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ম্যাচে অনবদ্য পারফর্ম করে জাডেজা ম্যাচ সেরাও হন। তবে প্রত্যাবর্তন ম্যাচেই বিতর্ক। ম্যাচের প্রথম দিনেই জাডেজাকে খেলা চলাকালীন আঙুলে এক ধরনের ক্রিম লাগাতে দেখা যায়। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার এই ঘটনার জেরে কড়া শাস্তিও পেলেন ভারতের তারকা অলরাউন্ডার।
আম্পায়ারকে না জানিয়ে ম্যাচের মাঝে বোলিং আঙুলে ক্রিম লাগানোর জন্য ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে জাডেজাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এখানেই শেষ নয়, কাটা যায় তাঁর ম্যাচ বাবদ প্রাপ্ত বেতনের ২৫ শতাংশও। তবে অজি মিডিয়ার দাবিকে নস্যাৎ করে দেয় আইসিসি। অজি মিডিয়ার একাংশ দাবি করেছিল যে বল বিকৃত করার লক্ষ্যেই জাডেজা তাঁর আঙুলে ওই ক্রিম ব্যবহার করেছিলেন। আইসিসি নিশ্চিত যে এমন কোনও ঘটনা ঘটেনি। প্রথম টেস্টে উপস্থিত আইসিসির প্রতিনিধিরা বলের পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেন যে জাডেজা কোনওভাবেই বল বিকৃত করেননি।
শিল্ড জয় মুম্বইয়ের
মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই করলেও, দ্বিতীয়ার্ধে কার্যত উড়ে গেল এফসি গোয়া। আট গোলের ম্যাচে ৫-৩ স্কোরলাইনে জয় পেল মুম্বই সিটি। এই জয়ের ফলেই আইএসএলের (ISL 2023) লিগ শিল্ড নিজেদের নামে করে নিল ডেস বাকিংহ্যামের মুম্বই সিটি। দুই ম্যাচ বাকি থাকতেই ৪৬ পয়েন্ট নিয়ে শিল্ড জিতল মুম্বই সিটি। এই নিয়ে দ্বিতীয়বার শিল্ড জিতল মুম্বই।
সন্তোষে বাংলার ড্র
সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূল পর্বের প্রথম ম্যাচেই আটকে গেল বাংলা। দিল্লির সঙ্গে বাংলার ম্যাচ শেষ হল ২-২ গোলে। ম্যাচের শেষে বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য (Biswajit Bhattacharya) অসন্তুষ্ট ক্রীড়াসূচি নিয়ে। বিশেষ করে যেভাবে চড়া রোদের মধ্যে ফুটবলারদের খেলতে হয়েছে, তা নিয়ে সরব বিশ্বজিৎ। সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জনকারী পর্বে দাপট দেখিয়েছিল বাংলা। কিন্তু মূল পর্বের প্রথম ম্যাচেই দিল্লির কাছে তারা আটকে গেল। ম্যাচের ফলে ২-২। বাংলার হয়ে নরহরি শ্রেষ্ঠা জোড়া গোল করেন।
মাঠেই ধূমপান
বাংলাদেশে রমরমিয়ে চলছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ (BPL 2023)। সদ্যই শেষ হয়ে বিপিএলের গ্রুপ পর্ব, কাল থেকে শুরু প্লে অফ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্স ছয় উইকেটে ফরচুন বরিশালকে পরাজিত করেও প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। এই ম্যাচেই এক অভাবনীয় ঘটনা ক্যামেরাবন্দি হল।
বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ (Khaled Mahmud)। ম্যাচের মাঝে মাঠেই তাঁকে ধূমপান করতে দেখা গেল। সাজঘরের সামনেই ধূমপান করার সময় খালেদ মাহমুদের ছবি ক্যামেরাবন্দি হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেই ধূমপান করার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক। কয়েক বছর এক লাইভ শো চলাকালীনই তাঁকে ধূমপান করতে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: ভারতে সর্বনিম্ন রানের ইনিংস, বাঁহাতিদের বিপর্যয়, নাগপুরে এক রাশ লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার