Sports Highlights: রঞ্জি ফাইনালে পরীক্ষা বাংলার, ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত, খেলার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সব খবর এক ঝলকে।
কলকাতা: বৃহস্পতিবার ইডেনে রঞ্জি ফাইনালে নামছে বাংলা। মহিলাদের টি-২০ বিশ্বকাপে জয়ী ভারত। খেলার দুনিয়ার সারাদিন।
ভারতের মেয়েদের জয়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Womens Cricket Team)। ৬ উইকেটে জয় পেল হরমনপ্রীত (Harmanpreet Kaur) বাহিনী। প্রথম ম্যাচে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল ভারত। এদিনের জয়ের সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয় জয় এবারের টুর্নামেন্টে ছিনিয়ে নিল ভারত। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা।
শাহবাজের জ্বর
তেত্রিশ বছর আগে সরাসরি রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে অভিষেক ঘটিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সব কিছু ঠিকঠাক চললে এবারও ইডেনে (Eden Gardens) রঞ্জি ট্রফির ফাইনালে অভিষেক ঘটতে চলেছে এক বাঙালি ক্রিকেটারের। বাংলা শিবিরের খবর, ওপেনিং সমস্যা কাটাতে ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলানো হতে পারে সুমন্ত গুপ্তকে। আর তা হলে, স্থানীয় ক্রিকেটে বড়িশার হয়ে খেলা ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হবে।
গোটা মরসুমে ওপেনিং জুটি নিয়ে সমস্যায় পড়েছে বাংলা। অভিমন্যু ঈশ্বরনের (Abhimanyu Easwaran) সঙ্গে অনেককে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কেউই ভরসা দিতে পারেননি। সেমিফাইনালে কর্ণ লালকে খেলানো হয়েছিল। কিন্তু বড় রান পাননি। ইডেনে সবুজ উইকেটে কাজি জুনেইদ সইফিকে খেলানো হবে কি না, তা নিয়েও আলোচনা চলছিল। কিন্তু বুধবার নেটে যেভাবে প্রায় প্রত্যেক ৫-৬ বল অন্তর স্লিপে খোঁচা দিলেন বা বোল্ড হলেন কাজি যে, ফাইনালে সুযোগ পাওয়ার দৌড়ে নেই বললেই চলে।
সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের মতো রঞ্জি জয়ী অধিনায়কের মতে, ফাইনালে গেমচেঞ্জার হতে পারেন শাহবাজ আমেদ। যদিও ফাইনালের আগে আচমকাই উদ্বেগ তৈরি হয়েছিল শাহবাজকে নিয়ে। তাঁকে সকালে নেটে দেখা যায়নি। বেশ কিছুটা পরে তিনি নেটে ঢোকেন। বেশিক্ষণ প্র্যাক্টিসও করেননি।
পরে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বললেন, 'শাহবাজের জ্বর এসেছিল। চিকিৎসক পরীক্ষা করেছেন। ওকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। সেই কারণে প্র্যাক্টিসে খুব বেশি গা ঘামায়নি। তবে ও ফিট। ফাইনালে খেলবে।' বঙ্গ অধিনায়কের যে কথা স্বস্তি দিচ্ছে বাংলার ক্রিকেটপ্রেমীদের।
পিচ নিয়ে চর্চা
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শুরু বাংলা বনাম সৌরাষ্ট্র (Ben vs Sau) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনাল। যার আগের দিন যাবতীয় চর্চা ইডেনের পিচ নিয়ে। মাঠের সঙ্গে বাইশ গজকে আলাদা করা যাচ্ছে না, এতটাই পুরু ঘাসের আস্তরণ। বুধবার সকাল থেকে বাংলার ব্যাটারদেরও দেখা গেল পেসারদের বলে জোরকদমে অনুশীলন করতে। জাতীয় দল থেকে ফাইনালের আগে সৌরাষ্ট্র শিবিরে যোগ দিয়েছেন উনাদকট। বাঁহাতি পেসারই বাংলার ব্যাটারদের পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে উঠতে পারেন। আর সেই কারণে বাংলার নেটে দেখা গেল তিনজন বাঁহাতি পেসার। যাঁদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা। পাল্টা পেসের ঘুটি সাজাচ্ছে বাংলাও। আকাশ দীপ, মুকেশ কুমার ও ঈশান পোড়েলের সঙ্গে চতুর্থ সিমার হিসাবে খেলানোর কথা আকাশ ঘটককে।
ফুটবলারের মৃত্যু
দুরন্ত রিফ্লেক্সে বাঁচিয়েছিলেন পেনাল্টি। স্পট কিক আটকে দিয়ে উঠে উচ্ছ্বাস প্রকাশের মাঝেই হঠাৎ লুটিয়ে পড়লেন মাঠে। বেশ কিছুক্ষণ সাড়াশব্দ না মেলায় ম্যাচের মাঝেই তাঁকেই নিয়ে ছোটা হল হাসপাতালে। কিন্তু সব শেষ। ফুটবল ম্যাচ চলাকালীনই মর্মান্তিকভাবে মৃত্যু হল ফুটবলারের। বেলজিয়ামের (Belgium) গোলকিপার আর্নে এস্পিলের (Arne Espeel) (২৫) এহেন মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল।