Sports Highlights: ধোনির নতুন 'ভূমিকা' , রঞ্জির ফাইনালে পৌঁছল মুম্বই, এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সব খবরগুলি এক নজরে।
কলকাতা: আইপিএল শুরুর আগেই নতুন ভূমিকার পূর্বাভাস দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। রেকর্ড ৪৮তম বার রঞ্জির ফাইনালে মুম্বই। খেলার সারাদিনের সব খবরগুলি এক নজরে।
ধোনির নতুন 'ভূমিকা'
আর মাত্র দিনকয়েকের অপেক্ষা। তারপরেই শুর হয়ে যাচ্ছে আইপএলের ১৬তম সংস্করণ। বর্তমানে একমাত্র আইপিএলেই ক্রিকেটার মহেন্দ্র সিংহ ধোনির দেখা মেলে। তাই এই মেগা টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে থাকেন মাহি ভক্তরা। অনেকেই মনে করছেন এটাই ধোনির শেষ আইপিএল হতে চলেছে। ক্রিকেটার পরবর্তী অন্য কোনও ভূমিকায় আইপিএলের রেকর্ড খেতাবজয়ী ক্যাপ্টেনকে দেখা যাবে কি না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। জল্পনায় আরও ইন্ধন জোগালো দুই লাইনের এক পোস্ট।
সাধারণত সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন মহেন্দ্র সিংহ ধোনি। কালে-ভদ্রে তিনি এক আধটা পোস্ট করেন। সেই ধোনিই, সোমবার ৪ মার্চ নিজের ফেসবুক পেজে একটি বার্তা শেয়ার করে নিজের নতুন 'ভূমিকা'র কথা জানান। চেন্নাই সুপার কিংস অধিনায়ক লেখেন, 'নতুন মরশুম এবং নতুন ভূমিকার জন্য আর তর সইছে না। সঙ্গে থাকুন।' এই নতুন ভূমিকাটা ঠিক কী, সেই বিষয়ে অবশ্য কিছু জানা না গেলেও, অনেকেই মনে করছেন বছর ৪২-র তারকা ক্রিকেটার হয়তো এরপর সিএসকের মেন্টরের দায়িত্ব পালন করবেন।
রবিবারেই হচ্ছে কলকাতা ডার্বি?
আসন্ন রবিবার, ১০ মার্চ যুবভারতী স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) একে অপরের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচ আয়োজনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূলের ব্রিগেড সমাবেশ। কলকাতা ডার্বি (Kolkata Derby) আয়োজনের সময় থেকে ভেন্যু, সব নিয়েই টালবাহানা অব্যাহত।
১০ মার্চ সন্ধে সাড়ে সাতটা থেকে ম্যাচ আয়োজনের কথা ছিল। তবে সেই সময় ম্যাচ করা সম্ভব হচ্ছে না। ব্রিগেডের দিনে বড় ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়েই যত সমস্যা। অবশ্য ইস্টবেঙ্গল কর্তাদের তরফে দাবি করা হচ্ছে ব্রিগেড সমাবেশ দুপুরে হওয়ায় ম্যাচ খানিক দেরিতে শুরু হলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। সেক্ষেত্রে সাড়ে সাতটার ঘণ্টা দেড়েক পর, রাত ন'টা থেকে ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছে। এমনকী ইস্টবেঙ্গল কর্তাদের তরফে রাতে সাড়ে আটটাতেও ম্যাচ আয়োজন করা যেতে পারে বলে জানানো হয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনওরকম কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।
আরসিবির জয়
চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাট হাতে ঝড় তুললেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং এলিস পেরি (Ellyse Perry)। ইন্দো-অজ়ি জুটির দাপটেই পরাস্ত হল ইউপি ওয়ারিয়ার্স (UP Warriorz), জয়ের সরণীতে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। দ্বিতীয় উইকেটচ মান্ধানা ও পেরির ৯৫ রানের পার্টনারশিপে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট খুইয়ে ১৯৮ রান তোলে আরসিবি। অর্ধশতরানের ইনিংস খেলেন মান্ধানা, পেরি উভয়েই। জবাবে অ্যালিসা হিলির হাফ সেঞ্চুরি ও দীপ্তি শর্মা, পুনম খেমনারের লড়াকু ইনিংস সত্ত্বেও ১৭৫ রানে থেমে গেল ইউপির ইনিংস। ২৩ রানে ম্যাচ জিতে ডব্লুপিএলে (WPL 2024) ঘরোয়া লেগ সমাপ্ত করল আরসিবি।
পাঁচ ম্যাচের তিনটি জিতে আরসিবির দখলে লিগ সর্বোচ্চ ছয় পয়েন্ট থাকলেও, নেট রান রেটের জেরে তালিকায় তৃতীয় স্থানে মান্ধানারা। দুই ম্যাচ জিতে আপাতত চারে ইউপি।
ফাইনালে মুম্বই
মাত্র তিনদিনেই শেষ হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল। ঘরের মাঠে তামিলনাড়ুকে উড়িয়ে দিয়ে রেকর্ড ৪৮তম বার রঞ্জির (Ranji Trophy 2024) ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল মুম্বই। রেকর্ড চ্যাম্পিয়নদের জয়ের নায়ক অবশ্যই শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ম্যাচে অনবদ্য শতরান করার পাশাপাশি চার উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা হন। তবে শামস মুলানিও তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দরদের মাত্র ১৬২ রানেই অল আউট করে দিলেন। ইনিংস এবং ৭০ রানের বড় ব্যবধানে জয় পেল অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন মুম্বই দল।
দেশে ফিরলেন রাহুল
ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টে লেগেছিল চোট। কোয়াড্রিসেপসের চোট পেলেও এক টেস্ট পরেই কেএল রাহুলের (KL Rahul) ফেরার কথা ছিল। কিন্তু তৃতীয় টেস্ট তো নয়, এমনকী পঞ্চম টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন রাহুল। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে লন্ডনে পাঠানো হয়েছিল। সামনেই আইপিএল (IPL 2024)। এখনও চোট না সারায় তাই স্বাভাবিকভাবেই রাহুলের আইপিএল ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছিল। তবে তাঁর ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) নিশ্চিন্ত হতে পারে। কারণ তিনি বিলেতে শারীরিক পরীক্ষা সেরে দেশে ফিরেছেন এবং আইপিএলের জন্য মাঠে নামতেও মুখিয়ে রয়েছেন।
সিএসকের ধাক্কা
তিনি চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ব্যাটিংয়ের স্তম্ভ। গতবার চেন্নাই সুপার কিংসকে (CSK) চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর ছিলেন। মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) দলের হয়ে ১৬ ম্যাচে করেছিলেন ৬৭২ রান। নিউজ়িল্যান্ডের তারকা সেই ডেভন কনওয়েকে নিয়ে আচমকাই উৎকণ্ঠায় সিএসকে।
আঙুলের চোটের জন্য আইপিএলের (IPL 2024) শুরুর দিকে হয়তো খেলতে পারবেন না তারকা ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে নিউজ়িল্যান্ড। ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও খেলতে পারবেন না কনওয়ে। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল ভেঙেছে। তাঁর হাতের আঙুলে অস্ত্রোপচার করাতে হচ্ছে।
অধিনায়ক কামিন্স
২০১৬ সালের পর থেকে আর আইপিএল (IPL) ট্রফির দেখা পায়নি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে শেষবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। তারপর নিজামের শহরে অনেক কিছু ঘটে গিয়েছে। ওয়ার্নারের সঙ্গে মনোমালিন্য। মরশুমের মাঝপথে ওয়ার্নারকে সরিয়ে কেন উইলিয়ামসনের হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া। তাও ভরাডুবি আটকাতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ।
তবে আসন্ন আইপিএলে ঘুরে দাঁড়াতে মরিয়া হায়দরাবাদ শিবির। মরশুম শুরুর আগে তাই নেতৃত্বের ভার তুলে দেওয়া হল এমন একজনের হাতে, যাঁর নেতৃত্বে মাস চারেক আগে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স (Pat Cummins)। অস্ট্রেলিয়ার ফাস্টবোলারের হাতে নেতৃত্বের গুরুদায়িত্ব তুলে দিল সানরাইজার্স হায়দরাবাদ।
খেতাব জয়ের কাছাকাছি মহামেডান
একে প্রতিপক্ষের ডেরা। তার ওপর বিপক্ষ আই লিগ (I-League) পয়েন্ট টেবিলে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। খেতাবের অন্যতম দাবিদার।
জোড়া চাপ সামলেও গোকুলাম কেরল এফসি-কে (Gokulam Kerala FC) হারিয়ে দিল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ম্যাচের পরতে পরতে থাকল নাটক। জোড়া গোলে এগিয়ে গিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। বিরতির কিছু আগে পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল গোকুলাম কেরল এফসি। সেখান থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় গোকুলাম। ২-২ করে দেয়। প্রথমার্ধে মহমেডানের হয়ে গোল দুটি করেছিলেন যথাক্রমে এদি হার্নান্দেজ ও অ্যালেক্সিস গোমেজ়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ব্যবধান কমান গোকুলাম কেরল এফসি-র নৌফল। বিরতির পর স্কোরলাইন হয় ২-২। গোকুলাম কেরল এফসি-কে সমতায় ফেরান নিধিন কৃষ্ণ।সাদা কালো ব্রিগেডকে স্বস্তি দেন ডেভিড লালহানসাঙ্গা। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে তিনি গোল করে ম্যাচ জেতান মহমেডানকে।
মানবিক স্যামসন
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ভিডিওতে এক বিশেষভাবে দক্ষ অনুরাগীর বিরুদ্ধে সঞ্জু স্যামসনকে ব্যাট করতে দেখা গিয়েছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরালও হয়েছে।
ভারত তথা রাজস্থান রয়্যালসের ক্রিকেটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) প্রচুর অনুরাগী রয়েছেন। তাঁদের মধ্যেই বিশেষভাবে সক্ষম এক অনুরাগী স্যামসনের সঙ্গে দেখা করতে ইচ্ছা প্রকাশ করেন। স্যামসনও তাঁর সঙ্গে দেখা করবেন বলে কথা দেন। তরুণ অনুরাগীকে দেওয়া কথা রাখেন স্যামসন। ভারতীয় তারকা কিপার-ব্যাটার শুধু যে সেই অনুরাগীর সঙ্গে দেখা করেন, তাই নয়, তাঁর বিরুদ্ধে ব্যাটিংও করেন। স্যামসনের কর্মকাণ্ড মন জিতেছে নেটিজেনদের। ভারতীয় তারকার জন্য চারিদিকে থেকে ভেসে এসেছে শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কনকনে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, পঞ্চম টেস্টে ভারতের চ্যালেঞ্জ ধর্মশালার পরিবেশ