Sports Highlights: হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ার্নারের বিদায়, রঞ্জিতে এগিয়ে বাংলা, এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সেরা খবরগুলি এক নজরে।
কলকাতা: হাফ সেঞ্চুরি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ওয়ার্নার। রঞ্জিতে দ্বিতীয় দিনের শেষে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে এগিয়ে বাংলা। এক নজরে খেলার সব খবর।
টেস্টকে বিদায় ওয়ার্নারের
গতকাল ৮২ রান এগিয়ে ছিল পাকিস্তান। প্রথম ইনিংসে লিড পাওয়ার পরও সেই লিড কাজে লাগাতে পারেনি শান মাসুদের দল। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে মাত্র ১১৫ রানে অল আউট হয়ে যায় পাক শিবির। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৩০। যা ২ উইকেট খুঁইয়ে হেসেখেলে করে নিল অজি শিবির। কেরিয়ারের শেষ টেস্ট ইনিংসেও অর্ধশতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের সেরা হলেন আমের জামাল। সিরিজ সেরা প্যাট কামিন্স। ১৯৯৫ সালে শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছিল পাক দল। ১৯৯৯ সালে শেষবার অজি দেশে টেস্ট ড্র করতে পেরেছিল তাঁরা। আজকের পর মোট ১৭টি টেস্ট টানা অস্ট্রেলিয়ার মাটিতে হারতে হল পাকিস্তানকে।
এগিয়ে বাংলা
রঞ্জিতে নিজেদের প্রথম ম্যাচেই চালকের আসনে বাংলাও। বিশাখাপত্তনমে অন্ধ্র প্রদেশের (BEN vs AP) বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৯ রান তুলল বাংলা। জবাবে দ্বিতীয় দিনের শেষে অন্ধ্র প্রদেশের স্কোর ১১৯/৩। বাংলা এখনও এগিয়ে ২৯০ রানে। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেন অভিষে পোড়েল। এদিন ব্যাট হাতে লড়াকু ৭০ রান করে তিনি। ১২১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও জোড়া ছক্কা। ১২৬.২ ওভারে ৪০৯ রানে শেষ হয় বাংলার প্রথম ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে অন্ধ্র প্রদেশের ওপেনাররা ভাল শুরু করেন। ৬৪ রান যোগ করেন দুই ওপেনার। প্রদীপ্ত প্রামাণিক প্রথম ধাক্কা দেন অন্ধ্র প্রদেশ ইনিংসে। ৩৩ রান করে ফেরেন সি আর জ্ঞানেশ্বর। ৪১ রান করে মহম্মদ কাইফের বলে ফেরেন অপর ওপেনার প্রশান্ত কুমার। রঞ্জি ট্রফিতে মহম্মদ শামির ভাইয়ের প্রথম উইকেট। তবে বাংলা শিবিরের সুবিধা করে দেন আকাশ দীপ। দিনের শেষ বলে শেখ রশিদকে (৩২ রান) ফিরিয়ে দেন। দ্বিতীয় দিনের শেষে ১১৯/৩ স্কোর অন্ধ্রপ্রদেশের।
ভারত 'এ'-র নেতৃত্বে ঈশ্বরণ
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলে বিকল্প ওপেনার হিসাবে রাখা হয়েছিল তাঁকে। যাতে নিয়মিত ওপেনারদের কেউ চোট পেলে বা অসুস্থ হয়ে পড়লে তাঁকে খেলানো যায়। বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) এবার আরও বড় দায়িত্বে। ভারত এ (INDIA A) দলের অধিনায়ক করা হল বাংলার প্রাক্তন অধিনায়ককে। সেই সঙ্গে সুযোগ পেলেন বাংলার আরও এক ক্রিকেটার। পেসার আকাশ দীপ।
ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দু'দিনের প্রস্তুতি ম্যাচ ও প্রথম চারদিনের ম্য়াচের জন্য ভারত এ দল বেছে নেওয়া হল শনিবার। সেই দলের নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছে অভিমন্যুর হাতে।
সেরার দৌড়ে বিরাট-জাডেজা
স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফির জন্য মনোনীত হলেন বিরাট কোহলি। পুরুষদের ক্রিকেটে ২০২৩ বছরের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে বিরাটও রয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের তরফে যে চারজনের নাম মনোনীত করা হয়েছে। বিরাট কোহলি ছাড়াও তালিকায় রয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এছাড়াও আছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও প্যাট কামিন্স।
আফগানিস্তান দলের নেতৃত্বে ইব্রাহিম
আসন্ন বিশ্বকাপের দল বাছাইয়ের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই (IND vs AFG T20I) শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ় খেলবে ভারত। সেই সিরিজ়ের জন্য এখনও ভারতীয় দলের ঘোষণা হয়নি। তবে সেই সিরিজ়ের জন্য আফগানিস্তান দলের ঘোষণা করে দিল আফগান ক্রিকেট বোর্ড। ১৯ জনের আফগান দলের (Afghanistan Cricket Team) নেতৃত্বে তরুণ ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran)।
সদ্যই সংযুক্ত আরব আমারশাহির বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে আফগান দলকে নেতৃত্ব দিয়েছিলেন ইব্রাহিম। তাঁকেই ভারতের বিরুদ্ধে সিরিজ়েও অধিনায়ক হিসাবে বহাল রাখা হল। অবশ্য ভারতের বিরুদ্ধে আফগান টি-টোয়েন্টি দলের নেতা রশিদ খানও (Rashid Khan) রয়েছেন। কিন্তু সদ্যই তারকা স্পিনারের পিঠে অস্ত্রোপ্রচার হয়েছে। তিনি আদৌ ভারতের বিরুদ্ধে সিরিজ়ে খেলতে পারবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই কারণেই ইব্রাহিমকেই অধিনায়ক হিসাবে বহাল রাখা হয়েছে।
দেরিতে শুরু ম্যাচ
ট্রাক ধর্মঘটের প্রভাব পড়ল জাতীয় টেবিল টেনিসের আসরে। শনিবার আন্তঃরাজ্য ইয়ুথ অ্যাণ্ড জুনিয়র টেবিল টেনিস (UTT Inter-State Youth and Junior National Table Tennis Championships) শুরু হওয়ার কথা ছিল সকাল নটায়। কিন্তু প্রয়োজনীয় সামগ্রী (ম্যাট, টেবিল টেনিস বোর্ড) স্টেডিয়ামে এসে পৌছয় বেলা দশটায়। যা আসার কথা ছিল শুক্রবার সকালে। ফলে সকাল নটায় প্রতিযোগিতার বল গড়ানোর বদলে তা শুরু হয় বিকেল সাড়ে তিনটেয়। সাড়ে ছয় ঘণ্টা দেরিতে খেলা শুরু হলেও প্রতিযোগীরা সকলেই অধৈর্য্য না হয়ে অপেক্ষা করছিলেন।
রাজ্য টেবিল টেনিস সংস্থার যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, “এই দেরির ঘটনা সমর্থনযোগ্য নয়। মেরঠ থেকে গত শনিবার ম্যাট এবং বোর্ড নিয়ে রওনা দিয়েছিল যে গাড়ি, তা সঠিক সময়ে না পৌছনোয় এই বিপত্তি। তবে রাজ্য সংস্থার বিশেষ তৎপরতায় এই ঝক্কি সামলানো গিয়েছে। আপাতত ১৪ জানুয়ারি পর্যন্ত জাতীয় টেবিল টেনিসের আসর সফলভাবে আয়োজন করাই লক্ষ্য।”
পূজারার শতরান
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে তিনি সুযোগ পাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়েও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে ঘরোয়া ক্রিকেটে কিন্তু ব্যাট হাতে চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) দাপট অব্যাহত। সৌরাষ্ট্রর হয়ে ঝাড়খণ্ডের বিরুদ্ধে মরশুমের প্রথম রঞ্জি ট্রফি (Ranji Trophy 2024) ম্যাচে নেমেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১ তম শতরান হাঁকালেন তারকা ক্রিকেটার।
এলিট গ্রুপ 'এ'-র ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৩৯ বলে অপরাজিত ১৫৭ রানের ইনিংস খেলেন পূজারা। তাঁর ইনিংস সাজানো ছিল ১৯টি চারে। চার নম্বরে ব্যাট করতে নেমে পূজারা ১৬২ বলে নিজের শতরান পূরণ করেন। তাঁর শতরান এবং ওপেনার হার্ভিক দেশাইয়ের ৮৫ রানের ইনিংসে ভর করেই দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর চার উইকেটের বিনিময়ে ৪০৬ রান। চিরাগ জানির পাঁচ উইকেটে ভর করে ঝাড়খণ্ডকে প্রথম ইনিংসে মাত্র ১৪২ রানে অল আউট করার পর সৌরাষ্ট্র আপাতত ২৬৪ রানে এগিয়ে রয়েছে। ম্যাচের রাশ যে সৌরাষ্ট্রের হাতে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ''আশা করি সবার মুখে হাসি ফোটাতে পেরেছি...'', বিদায়বেলায় আবেগপ্রবণ ওয়ার্নার