Sports Highlights: রঞ্জিতে উত্তর প্রদেশ ৬০ রানে অল আউট, রসগোল্লায় মজে লয়েড, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচের প্রথম দিন দাপট বাংলার বোলারদের। বাংলায় এসে নলেন গুড়ের রসগোল্লায় মজে ক্লাইভ লয়েড। খেলার দুনিয়ার সারাদিন।
এগিয়ে বাংলা
সারাদিনে খেলা হয়েছে মাত্র ৪৮.৫ ওভার। আর তাতেই ১৫ উইকেটের পতন। কেপ টাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ শেষ হয়ে গিয়েছিল পৌনে দু'দিনে। কানপুরের গ্রিন পার্কে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা বনাম উত্তর প্রদেশ (BEN vs UP) ম্যাচেও কি দুদিনের মধ্যেই হয়ে যাবে ফয়সালা?
সকাল থেকে কুয়াশার চাদর। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। পেস বোলারদের জন্য যেন স্বর্গরাজ্য। বাংলার কোচ সৌরাশিস লাহিড়ি বৃহস্পতিবারই বলেছিলেন, টস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেবে। হলও তাই। কুয়াশার জন্য ম্যাচ নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি। খেলা শুরু হল প্রায় লাঞ্চের পর। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
বাইশ গজের সঙ্গে মাঠকে আলাদা করা যাচ্ছিল না, এতটাই সবুজ উইকেট। আর সেই পিচে ভেল্কি দেখালেন বাংলার পেসাররা। উত্তর প্রদেশ ইনিংস শেষ মাত্র ২০.৫ ওভারে। স্কোরবোর্ডে মাত্র ৬০ রান তুলে। সর্বোচ্চ স্কোর? ওপেনার সমর্থ সিংহের ১৩ রান। এছাড়া দুই অঙ্কের রান পেয়েছেন আর মাত্র দুই ক্রিকেটার। ওপেনার আরিয়ান জুয়াল করেছেন ১১ রান। অধিনায়ক নীতীশ রানাও করেছেন ১১। বাংলার বোলারদের মধ্যে সেরা মহম্মদ কাইফ। যিনি ভারতের তারকা পেসার মহম্মদ শামির ভাই। ৫.৫ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নিলেন ৪ উইকেট। এই ম্যাচে রঞ্জি অভিষেক হল সূরজ সিন্ধু জয়সওয়ালের। যে খবর বৃহস্পতিবারই জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। অভিষেকের মঞ্চেই বল হাতে নিজের প্রতিভার পরিচয় দিলেন সূরজ। ৮ ওভারে মাত্র ২০ রান খরচ করে নিলেন ৩ উইকেট। ২ উইকেট ঈশান পোড়েলের।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাও অবশ্য বেসামাল অভিজ্ঞ এক পেসারের বলের ধারে। তিনি, ভুবনেশ্বর কুমার, ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে নেমেছেন। বাংলার ব্যাটিংকে একা হাতে চাপে ফেলে দিলেন। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ২৮ ওভারে ৯৫/৫। ৫টি উইকেটই নিয়েছেন ভুবি। ১৩ ওভারে তিনটি মেডেন-সহ মাত্র ২৫ রান খরচ করে। ক্রিজে রয়েছেন ওপেনার শ্রেয়াংশ ঘোষ (৩৭ ব্যাটিং) ও কর্ণ লাল (৮ ব্যাটিং)। সব মিলিয়ে বাংলা ৩৫ রানের লিড নিয়েছে।
লয়েডের রসগোল্লা প্রেম
বাংলায় এসেছেন। আর বাঙালির ঐতিহ্যের রসগোল্লা চেখে দেখবেন না, তা আবার হয় নাকি! ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক কিংবদন্তি ক্লাইভ লয়েড। হাওড়ার (Howrah) সাতগাছিয়া উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে এসেছিলেন বিশেষ অতিথি হিসেবে। এমন অতিথির আতিথেয়তায় কোনও ত্রুটি রাখলে হয় নাকি। লয়েডের জন্য খাবারের পাতে ছিল নলেন গুড়ের রসগোল্লা, মাখা সন্দেশ, বিরিয়ানি, দু রকমের পাস্তা, ফ্রুটস, ফিশ ফিঙ্গার ও কাবাব। রসগোল্লার দেখে নিজেকে সামলে রাখতে পারলেন না কিংবদন্তি। তৃপ্তি করে খেলেন বেশ কয়েকটি রসগোল্লা। প্রশংসা করলেন বাংলার রসনাতৃপ্তির এই অসাধারণ সৃষ্টির।
বিপাকে টিগার
বিতর্কিত মন্তব্য। তার জেরে শাস্তি পেতে হল দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার ডেভিড টিগারকে। তিনি যুব দলের অধিনায়ক ছিলেন। কিন্তু ক্রিকেটের বাইরের একটি স্পর্শকাতর ইস্যু নিয়ে মন্তব্য করে বসেছিলেন টিগার। ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধকে কেন্দ্র করে ইজরায়েলের পক্ষে টিগারের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। যার ফলে অধিনায়ক পদ থেকে বরখাস্ত করা হল টিগারকে। সামনেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। তার আগে প্রোটিয়া ক্রিকেটের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল শুক্রবার। তবে বিবৃতিতে জানানো হয়েছে যে অধিনায়কত্ব হারালেও ক্রিকেটার হিসেবে দলের সঙ্গে থাকতে পারবেন টিগার।
ধোনিকে কৃতিত্ব
আফগানিস্তানের বিরুদ্ধে গতকাল ব্যাট হাতে অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেলেছেন। এর আগে বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে ১ উইকেট তুলে নিয়েছেন। ম্যাচের সেরার পুরস্কারও নিঃসন্দেহেই তাঁর ভাগ্যেই জুটেছে। ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের পর অবশ্য নিজের সাফল্যের কৃতিত্ব মহেন্দ্র সিংহ ধোনিকে দিতে চান শিবম দুবে। বাঁহাতি তরুণ অলরাউন্ডার বলছেন, ''আমি যখন আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে ব্যাট করতে নেমেছিলাম, তখন আমার একটা বিষয়ই মাথায় ছিল যে ধোনি ভাইয়ের অধীনে চেন্নাইয়ে খেলার সময় যে যে টিপস পেয়েছিলাম সেগুলো কাজে লাগাতে। ম্যাচ কীভাবে শেষ করে আসতে হয়, তা নিয়ে অনেক কিছু বুঝিয়েছেন আমাকে উনি। ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে কেমনভাবে নিজেকে সামলাতে হয়, তা নিয়েও কিছু উপদেশ দিয়েছিলেন মাহি ভাই আমাকে।''