Sports Highlights: প্রখরের রেকর্ড, রঞ্জিতে বাংলার ৩ পয়েন্ট, ক্ষুব্ধ তেন্ডুলকর, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচেও ড্র বাংলার। ডিপফেক ভিডিওর শিকার সচিন। প্রখর চতুর্বেদীর রেকর্ড। খেলার দুনিয়ার সারাদিন।
কীর্তিমান প্রখর
সোমবারের আগে পর্যন্ত প্রখর চতুর্বেদীর (Prakhar Chaturvedi) নাম সকলে শুনেছেন বলে জানা নেই। তবে এদিনের পর থেকে ভারতীয় ক্রিকেটমহলে অন্তত সকলেই তাঁর নামের সঙ্গে সড়গড় হয়ে উঠবেন।
ইতিহাস তৈরি করে ফেলেছেন যে প্রখর। তাও আবার ঘরোয়া ক্রিকেটের প্রবল শক্তিশালী দল মুম্বইয়ের বিরুদ্ধে। রবিবার শিমোগায় প্রথম ক্রিকেটার হিসাবে অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফির ফাইনালে চারশো রান করেছেন প্রখর। ভেঙে দিয়েছেন যুবরাজ সিংহের ২৪ বছরের পুরনো রেকর্ড। কোচবিহার ট্রফির ফাইনালে যুবির ৩৫৮ রানই ছিল এতদিন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। সেটা ভেঙে দিলেন প্রখর। সব মিলিয়ে কোচবিহার ট্রফিতে প্রখরের ইনিংস দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন ২০১১-১২ মরশুমে মহারাষ্ট্রের বিজয় জোল। অসমের বিরুদ্ধে অপরাজিত ৪৫১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
ইনিংস ওপেন করতে নেমে অপরাজিত ৪০৪ রান করেছেন কর্নাটকের প্রখর। ম্যাচে মুম্বইকে কার্যত কোণঠাসা করে প্রথম ইনিংসের লিড অর্জন করে নেয় কর্নাটক। মুম্বই প্রথমে ব্যাটিং করে তুলেছিল ৩৮০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২২৩ ওভারে কর্নাটক তোলে ৮ উইকেটে ৮৯০ রান। ৬৩৮ বলে ৪০৪ রান করেন প্রখর। তাঁর ইনিংসে ছিল ৪৬টি চার ও ৩টি ছক্কা।
বাংলার ড্র
উত্তর প্রদেশের হাতে ৫০ রানের লিড। বাংলার (BEN vs UP) প্রয়োজন ছিল দ্রুত ৬ উইকেট। শেষ দিন কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) বাংলা বনাম উত্তর প্রদেশ ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতির অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।
কিন্তু বাদ সাধল প্রকৃতি। মেঘলা আবহাওয়ায় কম আলোর জন্য বাংলা বনাম উত্তর প্রদেশ ম্যাচের শেষ দিনের বলই গড়াল না। সোমবার এক বলও খেলা না হওয়ায় অমীমাংসিতভাবে শেষ হল ম্যাচ। ড্র ম্যাচ থেকে বাংলা পেল ৩ পয়েন্ট। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে। উত্তর প্রদেশ এক পয়েন্ট পেয়েছে ম্যাচ থেকে।
রোহিতের লজ্জার রেকর্ড
চলতি টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে দ্বিতীয় ম্যাচেও হারিয়েছে ভারত (IND vs AFG)। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে। তবে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) লজ্জার এক রেকর্ড গড়েছেন। টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার নজির রয়েছে রোহিত শর্মার। তিনি রবিবারও শূন্য করে ফেরেন। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা রোহিতের ১১তম 'ডাক'।
কলকাতায় হাবাস
ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (MBSG) পারফরম্যান্স প্রত্যাশিত না হওয়ায় সরে গিয়েছিলেন কোচ হুসান ফেরান্দো। তাঁর পরিবর্তে কোচ করা হয়েছিল আন্তোনিও লোপেজ় হাবাসকে। দায়িত্ব নেওয়ার পর সোমবার কলকাতায় এলেন সবুজ-মেরুন শিবিরের কোচ হিসাবে আগেও আইএসএল জেতা হাবাস।
সোমবার কলকাতায় চলে এলেন মোহনবাগানের নতুন কোচ আন্তোনিও লোপেজ় হাবাস (Antonio Lopez Habas)। সোমবার সকালেই শহরে এলেন তিনি। মঙ্গলবার সকালে ভুবনেশ্বরে যাবেন তিনি। যেখানে এখন চলছে কলিঙ্গ সুপার কাপ। কলকাতা ডার্বিতে সম্ভবত তাঁকেই মোহনবাগানের ডাগ আউটে দেখা যেতে চলেছে। শহরে এসে হাবাস জানিয়েছেন, সবুজ-মেরুন সমর্থকদের প্রত্যাশাপূরণের আপ্রাণ চেষ্টা করবেন তিনি।
ডিপফেকের জালে
সারা তেন্ডুলকরকে (Sara Tendulkar) নিয়ে কয়েকদিন আগেই হইচই পড়ে গিয়েছিল। ডিপফেক ভিডিওর (Deepfake Video) শিকার হয়েছিলেন সচিন-কন্যা। এবার খোদ সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) নিয়েই তৈরি হল ভুয়ো ভিডিও। ডিপফেক প্রযুক্তির ব্যবহার করে। যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মাস্টার ব্লাস্টার।
দীপিকা পাডুকোন, আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, রশ্মিকা মান্দানার মতো বলিউডের এক ঝাঁক তারকাকে ডিপফেক ভিডিওর শিকার হতে হয়েছিল। সেই তালিকায় এবার যোগ হল সচিনের নাম। একটি গেমিং অ্যাপের প্রচারে দেখা গেল সচিনকে। অ্যাপটির নাম স্কাইওয়ার্ড অ্যাভিয়েটর কোয়েস্ট (Skyward Aviator Quest)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই অ্যাপ। তবে সচিন জানালেন, সেটি মোটেও তিনি নন। বরং ডিপফেক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।