Sports Highlights: ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জটিলতা, অদিতির ইতিহাস, খেলার দুনিয়ার সারাদিন
Top Sports News: খেলার দুনিয়ার সারাদিনের সব খবর এক ঝলকে।
কলকাতা: শনিবার ইডেন (Eden Gardens) পরিদর্শন করে গেল আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) প্রতিনিধি দল। কালীপুজোর দিন ম্যাচ নিয়ে জটিলতা। কলকাতা লিগে (CFL) মোহনবাগানের (Mohun Bagan) জয়। বিশ্ব তিরন্দাজিতে অদিতি iগোপীচন্দ স্বামীর ইতিহাস। খেলার দুনিয়ার সারাদিন।
পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জটিলতা
ইডেনে (Eden Gardens) ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) ৫টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই উচ্ছ্বসিত সিএবি কর্তারা। তবে টুর্নামেন্টের মাস দুয়েক আগে আচমকাই উদ্বেগের কালো মেঘ বঙ্গ ক্রিকেটের মসনদে। কারণ, পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ ঘিরে আচমকাই তৈরি হয়েছে জটিলতা।
বিশ্বকাপে পাকিস্তান বনাম ইংল্যান্ড (Pakistan vs England) হাইভোল্টেজ ম্যাচটি পড়েছে কালীপুজোর দিন। ১২ নভেম্বর, রবিবার। সেদিন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সামলে ইডেনে ম্যাচ আয়োজনের দায়িত্ব সামলাতে নারাজ পুলিশ। সিএবি কর্তাদের সেই বার্তা দেওয়াও হয়েছে লালবাজারের তরফে। আর তারপরই শুরু হয়েছে ম্যাচ নিয়ে টানাপড়েন।
সিএবি-র বিশ্বস্ত সূত্রের খবর, ভারতীয় বোর্ডের কাছে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিন পরিবর্তনের আর্জি জানানো হয়েছে। যদিও বোর্ড এখনও সূচি পাল্টাতে রাজি বলে খবর নেই। বরং ওই দিনেই ম্যাচ করতে চায় তারা। সিএবি থেকে পাল্টা বলা হচ্ছে, নবরাত্রির জন্য আমদাবাদে ভারত-পাকিস্তানের মতো মহারণের দিন বদলানো গেলে, ইডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচের দিনই বা বদল করা যাবে না কেন! এ ব্যাপারে বোর্ডের সঙ্গে আরও আলোচনা করা হতে পারে।
ইডেনে প্রতিনিধি
ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাস দুয়েকও বাকি নেই। ভারতের যে দশ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলি, তার সর্বত্র সাজ সাজ রব। ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের সেমিফাইনাল সহ পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। ইডেনে প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস মুখোমুখি সেই ম্যাচে। তার আগে জোর কদমে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ।
আর তার ফাঁকেই শনিবার ঘুরে গেল আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ২১ সদস্যের প্রতিনিধি দল। মাঠ থেকে শুরু করে প্রেসবক্স, কমেন্ট্রি বক্স থেকে শুরু করে ব্রডকাস্টিং রুম, ড্রেসিংরুম - সব কিছু খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা।
মোহনবাগানের জয়
কলকাতা ফুটবল ময়দানে সবুজ-মেরুন ঝড় চলছে। পরপর ম্যাচ খেলার ক্লান্তিকে উড়িয়ে ফের জিতল মোহনবাগান (Mohun Bagan)। কলকাতা লিগের ম্যাচে শনিবার ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির।
দু’দিন আগেই ডুরান্ড কাপে মোহনবাগানের হয়ে খেলা বেশ কিছু ফুটবলারকে এ দিন প্রথম একাদশে রেখেছিলেন কোচ বাস্তব রায়। তাই শুরু থেকেই মোহনবাগানের ফুটবলারদের মধ্যে কিছুটা ক্লান্তি নজরে এসেছিল। প্রথমার্ধের শুরুর দিকে গোলকিপার অর্শ আনোয়ার এগিয়ে এসেছিলেন গোললাইন ছেড়ে। ইউনাইটেডের এক ফুটবলার দূর থেকে শট নেন। তবে গোলের অনেক দূর দিয়ে তা চলে যায়। সেই শট নিশানায় থাকলে সমস্যায় পড়তে হতো বাগান শিবিরকে।
মোহনবাগানের হয়ে গোলদুটি করেন নাওরেম এবং সুহেল। প্রথম গোলটি ২৭ মিনিটে করেন নাওরেম। কার্যত একার দক্ষতায় বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। আর নির্ধারিত সময়ের ২ মিনিট আগে, ৮৮ মিনিটে দূরপাল্লার জোরাল শট থেকে গোল করেন সুহেল।
তিরন্দাজিতে জোড়া সোনা
তিরন্দাজিতে ভারতের সোনার দিন। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে শনিবার জোড়া সোনা এল ভারতের সাফল্যের ঝুলিতে। মহিলাদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন অদিতি গোপীচন্দ স্বামী (Aditi Swami)। পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড বিভাগে সোনা জিতলেন ওজাস প্রবীণ ডেওটেল (Ojas Deotale)। প্রতিযোগিতা থেকে ৪টি পদক এল ভারতের ঝুলিতে। তিনটি সোনার পদক। একটি ব্রোঞ্জ। সবকটি পদকই জিতেছেন কম্পাউন্ড তিরন্দাজরা।
বিশ্বরেকর্ড গড়লেন অদিতি। ১৭ বছর বয়স তাঁর। ফাইনালে শনিবার মেক্সিকোর আন্দ্রেয়া বেকেরাকে ১৪৯-১৪৭ পয়েন্টে হারালেন অদিতি। সিনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সবচেয়ে কম বয়সে ব্যক্তিগত বিভাগে সোনা জেতার নজির গড়লেন অদিতি।
ডুরান্ডে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল
চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান (Mohun Bagan) প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে ৫ গোলে বিধ্বস্ত করে অভিযান শুরু করেছে। রবিবার ডুরান্ড কাপে (Durand Cup) নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ? বাংলাদেশ সেনাবাহিনি। যাদের ৫ গোল দিয়েছিল সবুজ-মেরুন শিবির।
রবিবার ডুরান্ড কাপে অভিযানের শুরুতেই লাল-হলুদের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। যারা দু’দিন আগেই মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পাঁচ গোলে হেরেছে।