Sports Highlights: মোহনবাগানের দুরন্ত জয়, পালোয়ানদের আদালতে মামলা, এক নজরে খেলার সব খবর
Top Sports News: খেলার সারাদিনের সব খবর এক নজরে।
কলকাতা: ঘরের মাঠে জামশেদপুরকে তিন গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। উচ্চ আদালতের দ্বারস্থ হলেন পালোয়ানরা। এক নজরে খেলার সব খবর।
মোহনবাগানের জয়
ঘরের মাঠে রীতিমতো দাপুটে ফুটবল খেলে জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) ৩-০-য় হারিয়ে আইএসএলের (ISL 2023-24) লিগ টেবলের দু’নম্বরে উঠে এল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথমার্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও দ্বিতীয়ার্ধে আর সেই লড়াই জারি রাখতে পারেনি ইস্পাতনগরীর দল। নতুন বছরে লিগে এই প্রথম হারল তারা। অন্য দিকে, ২০২৪-এ এই নিয়ে টানা ছয়টি আইএসএল ম্যাচে অপরাজিত রইল সবুজ-মেরুন বাহিনী, যার মধ্যে চারটিই জয়।
ইউপির দুরন্ত জয়
উইমেন্স প্রিমিয়ার লিগ (Women's Premier League 2024) তিন ম্যাচ খেলা হয়ে গেল, তাও গুজরাত জায়ান্টসের (Gujarat Giants) প্রথম জয় অধরা। বল হাতে সোফি একলেস্টোন ও ব্যাট হাতে গ্রেস হ্যারিসের দাপুটে ইনিংসে গুজরাতকে কার্যত উড়িয়ে দিল ইউপি ওয়ারিয়ার্স (UP Warriorz)। ১৪৩ রান তাড়া করতে নেমে ২৬ বল বাকি থাকতে ছয় উইকেটে জয় পেল ইউপি। সোফি তিন উইকেট নেন, গ্রেস ৩৩ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন।
নির্বাসিত ইস্টবেঙ্গল
ফুটবল মাঠে বয়স ভাঁড়ানোর গুরুতর অভিযোগ। যার জেরে ধাক্কা খেতে হল শতাব্দীপ্রাচীন ক্লাবকে। অনূর্ধ্ব ১৭ আই লিগ থেকে নির্বাসিত হয়ে গেল ইস্টবেঙ্গল (East Bengal)। ২০২৩-২৪ মরসুমে জাতীয় লিগে আর খেলতে পারবে না ইস্টবেঙ্গলের জুনিয়র দল। বয়স ভাঁড়ানোর অভিযোগে অনূর্ধ্ব ১৭ আই লিগ থেকে বহিষ্কার করা হল ইস্টবেঙ্গলকে। এর ফলে লাল হলুদের অনূর্ধ্ব ১৭ দল আই লিগে আর একটি ম্যাচও খেলতে পারবে না।
প্রস্তুতিতে নেমে পড়লেন রিঙ্কুরা
আইপিএলের (IPL 2024) সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। তার আগে প্রস্তুতি সেরে নিতে তৎপর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে প্রস্তুতিতে নেমে পড়লেন রিঙ্কু সিংহ, নীতীশ রানারা।
১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করছে শাহরুখ খান-জুহি চাওলার দল। যে খবর প্রথম জানিয়েছিল এবিপি লাইভ বাংলা। ১৮ ফেব্রুয়ারি এবিপি লাইভ বাংলায় জানানো হয়েছিল, ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে চূড়ান্ত শিবির শুরু করবে কেকেআর। সেই খবরে অনুমোদন দিল নাইট শিবির। জানিয়ে দেওয়া হল, টুর্নামেন্ট শুরুর হওয়ার আগে ১৫ মার্চ থেকেই চূড়ান্ত শিবির করবে কেকেআর।
শুক্রবার নাইট শিবির থেকে এক বিবৃতিতে বলা হল, 'আইপিএলের আগে নবি মুম্বইয়ে ডি ওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন দলের বেশ কয়েকজন ক্রিকেটার। দলের সহকারী কোচ অভিষেক নায়ার তাই মুম্বইয়ে কেকেআর অ্যাকাডেমিতে একটা অস্থায়ী প্রস্তুতি শিবির করেছেন। তারপর ১৫ মার্চ কলকাতায় শুরু হবে চূড়ান্ত প্রাক মরশুম প্রস্তুতি শিবির।'
আদালতের দ্বারস্থ পালোয়ানরা
বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia), বিনেশ ফোগত (Vinesh Phogat), সাক্ষী মালিক (Sakshi Malik) ও সত্যব্রত কাদিয়ান। ফের বিতর্কে ভারতের তারকা কুস্তিগীররা। চার পালোয়ান দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হলেন। সর্বভারতীয় কুস্তি সংস্থার আমন্ত্রণকে চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁরা।
সর্বভারতীয় কুস্তি সংস্থা সম্প্রতি চার পালোয়ানকে এশিয়ান অলিম্পক কোয়ালিফায়ার্স ও বিশ্ব অলিম্পিক কোয়ালিফায়ার্সের ট্রায়ালে যোগ দেওয়ার কথা বলেছিল। তার বিরুদ্ধেই আদালতে গিয়েছেন তারকা পালোয়ানরা। দিল্লি হাইকোর্ট (Delhi High Court) আগামী সপ্তাহে তাঁদের মামলার শুনানি করতে পারে।
কল্যাণ চৌবেকে সম্মান
অল ইন্ডিয়া ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি তিনি। এর আগে জাতীয় দলের প্রাক্তন গোলকিপার ছিলেন। দেশের জার্সিতে অসংখ্য ম্য়াচ খেলেছেন। এবার সেই অবদানকে সম্মান জানাতেই এবার কল্যাণ চৌবের সম্মানে স্মারক ডাকটিকিট প্রকাশ করল ভারতীয় ডাকঘর। ৫ টাকার স্ট্যাম্পে কল্যান চৌবে ও আইকনিক লালকেল্লার ছবি রয়েছে। বাংলার প্রাক্তন এই ফুটবলার বলছেন, 'ভারতীয় ডাকঘর বিভাগেই তরফে এই সম্মানে সম্মানিত হয়ে আমি সত্যি ভীষণ খুশি। এই সম্মান ভারতীয় ফুটবলের উন্নয়নে আমরা যে কাজ করেছি তার প্রতি আমার বিশ্বাসকে শক্তিশালী করবে। এছাড়াও দেশের খেলাধূলোর উন্নতির স্বার্থে কাজ চালিয়ে যেতে আমাকে আরও উৎসাহিত করবে।'
পিছোচ্ছে ডার্বি
ব্রিগেড সমাবেশের জন্য ১০ মার্চ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএল-এর ডার্বি। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল (East Bengal FC) কর্তাদের এমনটাই জানানো হয়েছে। আজ পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের।
লাল হলুদ শিবিরের কর্তাদের দাবি, সেই বৈঠকে পুলিশের তরফে জানানো হয়েছে আইনশৃঙ্খলা জনিত কারণে ১০ মার্চ ডার্বির জন্য পুলিশ দেওয়া সম্ভব নয়। বিশ্বস্ত সূত্রের খবর, ডার্বি (ISL Derby) সরতে পারে পড়শি রাজ্য ওড়িশায়। ভুবনেশ্বরে হতে পারে ম্যাচটি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গেলেন সস্ত্রীক ধোনি, আর কে থাকছেন?