Jagaddal News: বিধানসভা নির্বাচনে এখনও এক বছর বাকি, ফের জগদ্দল বাজারে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডব!
ABP Ananda Live: বিধানসভা নির্বাচনে এখনও এক বছর বাকি। তার আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। জগদ্দল বাজারে বেলাগাম তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। দিনে-দুপুরে দেদার বোমাবাজি চলল। গতকাল রাতে গুলিও চলে এলাকায়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তিও হয়েছেন এক ব্যক্তি। তাঁর দাবি, বিজেপি নেতা অর্জুন সিংহই গুলি চালিয়েছেন। সেই নিয়ে অর্জুনকে দু'-দু'টি নোটিস পাঠিয়েছে পুলিশ। কিন্তু থানায় যাচ্ছেন না, সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানিয়েছেন অর্জুন। (Arjun Singh)
গতকাল রাত থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে জগদ্দল। অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির পর, আজ উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল বাজার। রাত থেকে পুলিশ পিকেটিং রয়েছে এলাকায়। তার পরও দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এক জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে জানা গিয়েছে। পুলিশের সামনেই দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলে অভিযোগ স্থানীয়দের। (Jagaddal Clash)
কানাই চৌধুরী নামের যে শ্রমিকের বাড়ির চালে বোমা পড়ে, তিনি বলেন, "যত বোমাবাজি এখানেই হয়, আর কোথাও হয় না। কী করব বুঝতে পারছি না। আমরা খাচ্ছিলাম। হঠাৎ বোমা চলল। আতঙ্কে রয়েছি। এখানে থাকতেই মন চাইছে না।" বাড়ির মহিলা সদস্য বলেন, "পুলিশ থেকেি বা কী হচ্ছে। রাত থেকে চলছে। ঘরে ঢুকতে পারছি না। এখনও কাঁপছি।" বোমার আঘাতে টালির চালের কিছুটা ফাঁকা হয়ে গিয়েছে, জিনিসপত্র সব পড়ে গিয়েছে বলে জানান এক মহিলা বাসিন্দা। দেওয়ালে ফাটল ধরেছে বলে জানান। তিনি বলেন, "



















