Thisara Perera Record: ৬ বলে ৬ ছক্কা, যুবি-শাস্ত্রীদের তালিকায় এবার পেরেরা
যুবরাজ সিংহ, কায়রন পোলার্ড, স্যার গ্যারি সোবার্স থেকে শুরু করে রবি শাস্ত্রী, হার্শেল গিবসদের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা
কলম্বো: যুবরাজ সিংহ, কায়রন পোলার্ড, স্যার গ্যারি সোবার্স থেকে শুরু করে রবি শাস্ত্রী, হার্শেল গিবসদের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা। ঘরোয়া ক্রিকেটে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে এই ক্লাবে নাম অন্তর্ভুক্ত করলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। তবে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে এই নজির কারও নেই। তাই ইতিহাসে জায়গা করে নিলেন পেরেরা।
শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন থিসারা পেরারা। প্রথম সিংহলিজ ক্রিকেটার হিসেবে পেশাদার ক্রিকেটে এক ওভারের ৬টি বলে ৬টি ছক্কা হাঁকালেন তারকা অলরাউন্ডার।পানাগোড়ায় মেজর্স ক্লাব লিস্ট-এ টুর্নামেন্টে ১৩ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেলার পথে অনিয়মিত স্পিনার দিলহান কুরের এক ওভারে ছটি ছক্কা মারেন পেরেরা। একই সঙ্গে শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করার রেকর্ডও গড়েন থিসারা।
পেরেরা শ্রীলঙ্কা আর্মিকে নেতৃত্ব দিচ্ছিলেন ব্লুমফিল্ডে ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে। তিনি যখন ব্যাট করতে নামেন, ইনিংসের মাত্র ২০ বল বাকি ছিল। এমন অবস্থায় অল্পের জন্য দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড হাতছাড়া করেন পেরেরা। শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে কৌশল্য বীরারত্নের নামে। ২০০৫ সালে তিনি ১২ বলে ৫০ রান করেছিলেন।
সতীর্থের ব্যাটিংয়ে ধোনির ছায়া দেখছেন বাটলার
ওক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে যুবরাজ, সোবার্স, গিবস, শাস্ত্রী, হোয়াইটলি, হজরতউল্লাহ, লিও কার্টার ও কায়রন পোলার্ডদের সঙ্গে পেশাদার ক্রিকেটের অভিজাত ক্লাবে যোগ দিলেন থিসারা। শ্রীলঙ্কান অলরাউন্ডারের আগে এঁদের প্রত্যেকেই পেশাদার ক্রিকেটে এক ওভারে ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন। তবে গিবস, যুবরাজ ও পোলার্ড এমন কৃতিত্ব দেখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন থিসারা পেরেরা। সবার আগে এই নজির গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৩৬ রান এসেছিল বিরাট কোহলিদের কোচ রবি শাস্ত্রীর ব্যাট থেকেও।