Sunil Chhetri Birthday: 'প্রকৃত বন্ধু' সুনীলের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছাবার্তা বিরাটের
Sunil Chhetri: বিরাটের আবেগঘন পোস্টের জবাব দিতে খুব বেশি বিলম্ব করেননি সুনীল। এই টুইট চালাচালির মাধ্যমে আরও একবার বিরাট-সুনীলের গভীর বন্ধুত্বের প্রমাণ মিলল।
নয়াদিল্লি: আজ ৩ অগাস্ট, অর্থাৎ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর ৩৮তম জন্মদিন (Sunil Chhetri Birthday)। কিংবদন্তি ভারতীয় ফুটবলারের জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছে গোটা দেশ। শুভেচ্ছা জানালেন বিরাট কোহলিও (Virat Kohli)।
বিরাটের শুভেচ্ছাবার্তা
সুনীলকে শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিরাট লেখেন, 'উচ্চমূল্যবোধ সমৃদ্ধ এক পরিশ্রমী মানুষ, যাকে আমার একজন প্রকৃত বন্ধু বলতে দ্বিধা নেই। আমাদের এই বন্ধুত্বের জন্য আমি চিরকৃতজ্ঞ অধিনায়ক। সবসময় তোমার ভাল হোক এমন কামনা করি। তোমার বয়স আজ এক বছর কমল (বাড়ল), সেই উপলক্ষ্যে তোমায় অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন সুনীল ছেত্রী।'
Champ, I appreciate the kind words. The feeling about our friendship is mutual, and I too, am very grateful that our paths crossed the way they did. 🙏
— Sunil Chhetri (@chetrisunil11) August 3, 2022
সুনীলের জবাব
বন্ধু বিরাটের এই আবেগঘন পোস্টের জবাব দিতেও ভোলেননি সুনীল। বিরাটের পোস্টের জবাবে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক লেখেন, 'চ্যাম্প, তোমার এই শব্দগুলির জন্য অনেক ধন্যবাদ। আমাদের বন্ধুত্বের বিষয়ে আমিও একমত এবং তোমার সঙ্গে পরিচয় হওয়ায় আমিও কৃতজ্ঞ।'
সুনীল এবং বিরাটের বন্ধুত্ব বিগত কয়েক বছর ধরে বেশ বৃদ্ধি পেয়েছে। দুই মহাতারকাই বেঙ্গালুরুর দলের হয়ে খেলে থাকেন। তবে দুইজনেই আদপে দিল্লির ছেলে। করোনাকালেও সুনীল ও বিরাটকে সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে আড্ডা মারতে দেখা গিয়েছিল। এরপর এই টুইট চালাচালির মাধ্যমে আরও একবার বিরাট-সুনীলের গভীর বন্ধুত্বের প্রমাণ মিলল।
প্রসঙ্গত, সুনীল ছেত্রী ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের গোলের নিরিখে তিনি কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের সঙ্গে যুগ্মভাবে পঞ্চম স্থানে রয়েছেন। ছয় বার ভারতের বর্ষসেরা ফুটবলার হওয়া, আইএসে প্রথম ভারতীয় হিসাবে হ্যাটট্রিক করার মতো কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। তবে ৩৮-এর সুনীল আর কতদিন খেলা চালিয়ে যাবেন, এটাই এখন সবচেয়ে প্রশ্ন।
আরও পড়ুন: ভারতের জার্সিতে এত গোল আর কারও নেই, জন্মদিনে ফিরে দেখা সুনীলের কেরিয়ার