এক্সপ্লোর
Advertisement
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আমার তুলনাই চলে না, মন্তব্য সুনীল ছেত্রীর
আন্তর্জাতিক ম্যাচে রোনাল্ডোর গোলসংখ্যা ১০১। সেখানে সুনীলের গোল ৭২টি।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ম্যাচে মোট গোলসংখ্যার নিরিখে তাঁরা দু’জন কাছাকাছি থাকলেও, পর্তুগাল ও জুভেন্তাসের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে নিজের তুলনায় নারাজ ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। তিনি একটি অনলাইন চ্যাট শোয়ে বলেছেন, ‘আমি প্রায়ই শুনতে পাই, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আমার তুলনা করা হচ্ছে। সেটা শুনে আমার ভালই লাগে, তবে পাঁচ সেকেন্ডের মধ্যেই সে কথা ভুলে যাই। কারণ, আমাদের মধ্যে কোনওরকম তুলনাই হয় না।’
আন্তর্জাতিক ম্যাচে রোনাল্ডোর গোলসংখ্যা ১০১। সেখানে সুনীলের গোল ৭২টি। নিজের খেলা প্রসঙ্গে ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমি ফুটবল খেলে যে আনন্দ ও ভালবাসা পাই, তা অবিশ্বাস্য। আমার মনে হয়, নিজের সর্বস্ব দিয়ে দিতে চাই। আমি খেলা উপভোগ করি। আমি যেভাবে জীবনযাপন করছি, সেটা স্বপ্নেও ভাবিনি। এমন একটি দিনও যায় না, যেদিন আমি নিজের ১০০ শতাংশ দিই না। সবাই যে জায়গায় পৌঁছতে চায়, আমি সেখানে আছি। তবে তাতে আমি চাপ অনুভব করি না।’
আসন্ন আইএসএল-এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন সুনীল। তিনি এখন বেঙ্গালুরু এফসি-র সতীর্থদের সঙ্গে গোয়ায় আছেন। এবারের আইএসএল হবে দর্শকশূন্য মাঠে। এতে প্রাথমিকভাবে হতাশ হলেও, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে ফুটবলপ্রেমীদের বাড়িতে বসেই খেলা উপভোগ করার পরামর্শ দিচ্ছেন ভারতের অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement