এক্সপ্লোর
Advertisement
স্মিথের শতরান, ম্যাক্সওয়েল ৮২, রাঁচিতে প্রথম দিন চাপে ভারত
রাঁচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে চাপে ভারত। দিনের শেষে অসিদের রান ৪ উইকেটে ২৯৯। ক্রিজে অধিনায়ক স্টিভ স্মিথ (১১৭) ও গ্লেন ম্যাক্সওয়েল (৮২)। এই জুটিতে এখনও পর্যন্ত যোগ হয়েছে ১৫৯ রান। আজ টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন স্মিথ। ৯৭ তম ইনিংসে পাঁচ হাজারি ক্লাবে পৌঁছলেন তিনি। লড়াইয়ে ফিরতে হলে এই জুটিতে দ্রুত ফেরাতে হবে ভারতকে।
চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ১৯৪। স্মিথ ৮০ এবং ম্যাক্সওয়েল ১৯ রানে অপরাজিত ছিলেন। দিনের তৃতীয় সেশনে কোনও উইকেটই নিতে পারেননি ভারতের বোলাররা। ফলে চাপে পড়ে গিয়েছে ভারত।
রাঁচিতে এই প্রথম টেস্ট খেলা হচ্ছে। আজ টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন স্মিথ। দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি ওপেনার মুরলী বিজয়। এই টেস্টে দলে ফিরেছেন তিনি। অভিনব মুকুন্দ বাদ পড়েছেন। লাঞ্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ছিল ৩ উইকেটে ১০৯। দিনের শেষে বড় রান করারই ইঙ্গিত দিচ্ছে অস্ট্রেলিয়া।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement