Suresh Raina Book: অন্য মাঠেও কেরামতি, রায়নার বই বেস্টসেলার
সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তাও দিয়েছেন সুরেশ।
নয়াদিল্লি : ফের একবার সুপার-ডুপার হিট ব্যাটিং সুরেশ রায়নার। তবে এবার বাইশ গজের চেনা পরিসর নয়, অন্য মাঠে নেমে সফল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। সুরেশ রায়নার 'বিলিভ' আপাতত বেস্টসেলার। দীর্ঘদিনের ক্রিকেট-কেরিয়ারের উত্থান-পতনকে ভারত সুদর্শনের সঙ্গে হাত মিলিয়ে বইয়ের মোড়কে প্রকাশ করেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যানটি। গত মে মাসের ২৪ তারিখ বইটি প্রকাশ পেয়েছিল। আর এক মাস পেরোনোর কয়েকদিনের মধ্যেই প্রখ্যাত সমীক্ষক সংস্থা নিয়েলসনের করা সমীক্ষা (বুকস্ক্যান নিউ রিলিজ) অনুযায়ী নতুন প্রকাশিত বইগুলির বেস্টসেলারগুলির মধ্যে সবার ওপরে রয়েছে পেঙ্গুইন ইন্ডিয়া থেকে প্রকাশ হওয়া বইটি।
সুরেশ রায়নার কথায় তাঁর ক্রিকেট ও জীবন-সফর পড়ার জন্য যেভাবে উৎসাহীরা প্রবল সংখ্যায় বইটি কিনেছেন, তা ছুঁয়ে গিয়েছে তাঁকে। রায়না এদিন সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে বার্তা দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। রায়না সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানানোর পাশাপাশি লিখেছেন, 'নিয়েলসন বুকস্ক্যান নিউ রিলিজের বেস্টসেলারদের তালিকায় এক নম্বরে পৌঁছে গিয়েছে আমার বই 'বিলিভ'। এক ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।'
এবারের আইপিএলে খেলার মাঝে ক্রিকেটীয় ছন্দ ফিরে পাওয়ার পথে পা বাড়ালেও কোভিডের ধাক্কায় থেমে গিয়েছিল চলতি বছরের আইপিএল। গতবার ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরশাহি থেকে আইপিল না খেলে পিরে এলেও এবারে আইপিএলের পরবর্তী অংশে খেলতে নামবেন রায়না। মাঝে করোনার জেরে আইপিএল বন্ধ রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ খুলেছিলেন যে কয়েকজন ক্রিকেটার, সেই তালিকায় ছিল সুরেশ রায়নার নামও।
২০০৫ সালে রাহুল দ্রাবিড়ে অধিনায়কত্বে প্রথমবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন সুরেশ রায়না। দেশের হয়ে ৫টি ওডিআই সেঞ্চুরি রয়েছে তাঁর। সীমিত ওভারের ক্রিকেটের সাফল্যের ছিঁটেফোঁটা প্রভাবও টেস্ট কেরিয়ারের ক্ষেত্রে সঙ্গী হয়নি সুরেশ রায়নার। ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আর না খেললেও চেন্নাই সুপার কিংস শিবিরে এখনও অন্যতম ভরসার পাত্র 'চিন্না থালা'। আইপিএলের বাকি অংশেও তাঁর পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।