Suryakumar Yadav: বিশ্বকাপে স্বপ্নের ফর্মে সূর্যকুমার যাদব, সাফল্য রহস্যভেদ করলেন এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার
Suryakumar Yadav Record: সূর্য এখনও পর্যন্ত এ বছর ট-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক ১০২৬ রান করেছেন। ব্যাটিং গড় ৪৪.০৬, স্ট্রাইক রেট ১৮৬.২৪।
মেলবোর্ন: আইসিসির বিচারে বর্তমান বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। অস্ট্রেলিয়ায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) স্বপ্নের ফর্মে রয়েছেন সূর্য। প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে নেমেই বর্তমানে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক সূর্য। কোন জাদুবলে বিশ্বকাপ এই সাফল্য সূর্যর? কী বললেন ভারতের তারকা ব্যাটার?
সূর্যর সাফল্য রহস্য
সূর্যকুমারের দাবি তিনি অস্ট্রেলিয়ার গতিময় এবং বাউন্সসহায়ক পিচগুলিতে খেলতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। ওয়াংখেড়ের পিচে ছোট থেকে খেলায় অজিভূমে তাঁর মানিয়ে নিতে কোনওরকম সমস্যা হয়নি বলেই জানান সূর্য। তিনি বলেন, 'অস্ট্রেলিয়ায় এই প্রথমবার আমি খেলতে এসেছি। তাই সকলে আমায় জিজ্ঞেস করছেন যে আমি কীভাবে নিজের প্রস্তুতি সেরেছি। অস্ট্রেলিয়ার পিচে বাউন্স এবং গতি উভয়ই আছে এবং এখানকার মাঠগুলিও বেশ বড়। আমি ওয়াংখেড়েতে প্রুচুর ম্যাচ খেলেছি। ওই পিচে গতি ও উচ্চতা আছে। এই ধরনের পিচেই আমি ব্য়াট রকতে অভ্যস্তত। মাঠগুলি বড় হওয়ায় আমার ফাঁকা খুঁজতেই সুবিধা হয়।'
সূর্য এখনও পর্যন্ত এ বছর ট-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক ১০২৬ রান করেছেন। ব্যাটিং গড় ৪৪.০৬, স্ট্রাইক রেট ১৮৬.২৪। নিজের সাফল্যের বিষয়ে কথা বলতে গিয়ে সূর্য আরও বলেন, 'আমি মাঠে ফাঁকা খুঁজে সেইদিকেই বল মরার প্রয়াসে থাকি। উইকেটে দ্রত দৌড়াই। এই ফর্ম্যাটে কেমন মানসিকতা নিয়ে ব্যাট করছি, সেটাই আসল। সবসময়ই প্রত্যেক বলে রান করার লক্ষ্য থাকে আমার।'
রোহিত স্বস্তি
বৃহস্পতিবার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগেই টিম ইন্ডিয়ার চিন্তা বাড়ায় অধিনায়ক রোহিত শর্মার চোট। মঙ্গলবার (৮ নভেম্বর) ভারতের অনুশীলনে চোট পান রোহিত (Rohit Sharma)। এই চোটের জেরে সেমিফাইনালে রোহিতের অংশগ্রহণ করা নিয়েও বিরাট প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। তবে ভারতীয় ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে যে রোহিতের চোট গুরুতর নয়।
মঙ্গলবার ভারতীয় অনুশীলনে রোহিতকে আর পাঁচটা দিনের মতোই থ্রো ডাউন করছিলেন এস রঘু। সেইসময় এক শর্ট বল রোহিতের ডান হাতে লাগে। তীব্র যন্ত্রণায় দেখায় রোহিতকে। সঙ্গে সঙ্গেই অনুশীলন থামিয়ে নেট থেকে বেরিয়ে যান রোহিত। আহত জায়গায় বরফ লাগাতে দেখা যায় রোহিতকে। তবে অনুশীলন থামালেও, নেটে ছেড়ে বেরিয়ে যাননি রোহিত। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি নিজের আহত জায়গায় বরফ লাগান। তারপরেই ফের নেটে ব্যাটিং করতে দেখা যায় ভারতীয় অধিনায়ককে। চোট লাগায় শুরুতে ভারতীয় দলের আশঙ্কা বাড়লেও, রোহিত আবারও ব্যাট করতে নামায় স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে।
আরও পড়ুন: বৃষ্টিতে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচ ভেস্তে গেলে কোন দল পৌঁছবে ফাইনালে?