Susmita Debnath: জ্বর নিয়েও জোড়া সাফল্য, RG কর হাসপাতালে নির্যাতিতার পরিবারকে পদক উৎসর্গ সুস্মিতার
RG Kar Hospital: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে সুস্মিতাকেও। শনিবার দেশে ফিরছেন হাওড়ার সোনার মেয়ে।
কলকাতা: হাওড়ার উদয়নারায়ণপুর থেকে কলম্বোয় পৌঁছনো ইস্তক তিনি অসুস্থ ছিলেন। জ্বর, সঙ্গে দুর্বলতা। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা কাবু করতে পারেনি তাঁর অদম্য ইচ্ছেশক্তিকে। কলম্বোয় যে তিনি শুধু দেশের হয়েই লড়াই করছিলেন না, নেমেছিলেন গোটা নারী সমাজের প্রতিনিধি হিসাবে।
শেষ পর্যন্ত জ্বর গায়েই এশিয়া প্যাসিফিক যোগাসনে (Asia Pacific Yoga) জোড়া পদক জিতেছেন সুস্মিতা দেবনাথ (Sushmita Debnath)। আর্টিস্টিক সোলো বিভাগে সোনা জিতেছেন বঙ্গকন্যা। ট্র্যাডিশনাল ইভেন্টে অল্পের জন্য পিছিয়ে পড়ে রুপো জিতেছেন। শুধু বাংলাকে নয়, গোটা দেশের জন্য বয়ে এনেছেন গর্বের মুহূর্ত।
তবে আন্তর্জাতিক মঞ্চে বিরাট সাফল্যের পরেও মন ভাল নেই সুস্মিতার। কারণ, তাঁর রাজ্যেই যে ঘটে গিয়েছে নারকীয় ঘটনা। আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে সুস্মিতাকেও। শনিবার দেশে ফিরছেন হাওড়ার সোনার মেয়ে। দুপুরেই কলম্বো থেকে চেন্নাইগামী বিমান ধরেছেন। রাতে চেন্নাই থেকে উঠবেন কলকাতার বিমানে। কলম্বো থেকে হোয়াটসঅ্যাপ কলে এবিপি আনন্দকে সুস্মিতা বললেন, 'আন্তর্জাতিক মঞ্চে পদক জিতলে সকলেরই খুশি হওয়ার কথা। আমিও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট। তবু মন ভারাক্রান্ত। আর জি কর হাসপাতালের পাশবিক ঘটনা ভুলতে পারছি না কিছুতেই।'
RG কর কাণ্ডের প্রতিবাদে, ন্যায় বিচারের দাবিতে ও নির্যাতিতার পরিবারের পাশে থাকতে রাস্তায় নেমেছিলেন সুস্মিতা। কলম্বোয় রওনা হওয়ার আগে উদয়নারায়ণপুরে প্রতিবাদ মিছিলে হেঁটেছিলেন। বললেন, 'এ ক্ষতি অপূরণীয়। আমার জোড়া পদক নির্যাতিতার পরিবারকে উৎসর্গ করছি। সমস্ত প্রতিবাদীদের উদ্দেশে পদক অর্পণ করছি।'
কলম্বোতেও আর জি কর কাণ্ডের রেশ পৌঁছে গিয়েছে দেখে বেশ অবাকই হয়েছিলেন সুস্মিতা। বলছিলেন, 'মোট ২৫ দেশের প্রতিযোগী এশিয়া প্যাসিফিক যোগাসনে অংশ নিয়েছিলেন। তাঁরা অনেকেই আর জি কর কাণ্ডের কথা শুনেছেন। আমি ভারতের কলকাতা থেকে এসেছি শুনে অনেকে জিজ্ঞেস করেছেন আর জি কর কাণ্ডের কথা। কলকাতার নারী নিরাপত্তার এমন হাল কেন, তা নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। এমনকী, বিমানবন্দরে বোর্ডিং পাস তোলার সময়ও কলকাতার খোঁজখবর নিয়েছেন অনেকে। আর জি কর কাণ্ড যে গোটা বিশ্বে কী তোলপাড় ফেলেছে, এর থেকেই বুঝতে পেরেছি।'
কলম্বোয় জোড়া পদক জেতার পর সুস্মিতা বলছেন, 'আমার এই সাফল্য গোটা দেশের মহিলাদের জন্য। মেয়েরা যে কী পারে, সেটাই প্রমাণ করেছি। নারীশক্তির জয় হোক।'
আরও পড়ুন: লোকাল ট্রেনে বিরাট কোহলি? ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়